অনির্বাণের সঙ্গে আলাপ হল কী ভাবে? বাসবদত্তা বললেন, ‘‘এক কমন ফ্রেন্ডের মাধ্যমে অনির্বাণের সঙ্গে পরিচয় হয়েছিল। কয়েক বছর যোগাযোগের পরে গত নভেম্বর মাসে বিয়েটা ঠিক হয়।’’
Advertisement
Advertisement
৩ / ৮
বিয়ের পর আপাতত ফুলবাগানের শ্বশুরবাড়িতে রয়েছেন অভিনেত্রী। যদিও তাঁর আসল শ্বশুরবাড়ি বসিরহাট। আগামী মঙ্গলবার অষ্টমঙ্গলায় যাবেন ‘আসা যাওয়ার মাঝে’-র নায়িকা।
৪ / ৮
হনিমুনে কবে যাচ্ছেন? বাসবদত্তা বললেন, ‘‘এখনও ঠিক হয়নি। বিশ্বাস করুন। আসলে দুটো ছবি ‘তখন কুয়াশা ছিল’ এবং ‘মিছিল’-এর ডাবিংয়ের কাজ বাকি। সেটা শেষ হলে তার পর প্ল্যান করব।’’
Advertisement
৫ / ৮
রিসেপশনের দিন একটু অন্যরকম ভাবে সেজেছিলেন বাসবদত্তা। তাঁর মুখে এখন শুধুই শ্বশুরবাড়ির কথা। ‘‘এখানে আসার পর থেকে মনে হচ্ছে, আমিই প্রধান অতিথি। গ্লাসের জলটাও অন্যরা এগিয়ে দিচ্ছে’’ হেসে বললেন নায়িকা।
৬ / ৮
বেশ কয়েক বছর বন্ধুত্বের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি।
৭ / ৮
চলতি বছরেই মুক্তির অপেক্ষায় রয়েছে বাসবদত্তার দু’টো ছবি ‘আদর’ এবং ‘শ্রাবণের ধারার মতো’। আপাতত বিয়ের অনুষ্ঠান শেষ। এ বার দ্রুত কাজে ফিরবেন তিনি।
৮ / ৮
বউভাতের পরের দিন শ্বশুরবাড়িতে বসে একটা সিক্রেট শেয়ার করলেন বাসবদত্তা। তাঁদের সম্পর্কে তিনিই ডমিনেট করেন বলে জানালেন অভিনেত্রী।