মোনালিসাকে মনে আছে? ঠিকই ধরেছেন, জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র দ্বিতীয় সিজনের ঝুমা বৌদি ওরফে মোনালিসা। সম্প্রতি ‘চিকনি চামেলি’ গানের তালে নাচলেন অভিনেত্রী। সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করার পরই তা ভাইরাল।
এই বাঙালি অভিনেত্রী বহু দিন ধরেই অভিনয় করছেন। তবে বাংলা ছেড়ে তিনি পাড়ি দিয়েছিলেন বলিউডে। কিছু দিন আগে ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ দ্বিতীয় সিজনে অভিনয়ের মাধ্যমে ফের বাংলায় ফেরেন। কাজের সূত্রে কখনও কলকাতা, কখনও মুম্বইতে থাকেন তিনি। ‘নজর’ নামের একটি হিন্দি সিরিয়ালে অভিনয় করছেন তিনি। সম্ভবত সেই সিরিয়ালের কারণেই চলছিল নাচের রিহার্সাল।
এমনিতে বোল্ড ফোটোশুটের বিভিন্ন ছবি ওয়েব মাধ্যমে শেয়ার করেন নায়িকা। সে জন্য শিরোনামেও আসেন কখনও। এ বার নাচের ভিডিও পোস্ট করেও দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি।
আরও পড়ুন, রোদ্দুর-মহুলের জীবনে এ বার মৃণালিনী কোন ভূমিকা নেবে?
Thoda “Chikni chameli “ Ho jaye!!!?? #rehearsals #onset #nazar #mohona #dancing #chiknichameli
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)