দিন দু’য়েক আগে সলমনের একটি টুইটে তোলপাড় হয়ে গিয়েছিল নেট দুনিয়া। বি-টাউনেও জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল।
৬ ফেব্রুয়ারি সলমন টুইট করেন, “মুঝে লড়কি মিল গয়ি।” ব্যস, এটুকুই তো যথেষ্ট! তাঁর বিয়ে নিয়ে জল্পনা তো আর আজকের ব্যাপার নয়!
পরে অবশ্য জানা যায়, ‘লভরাত্রি’ ছবির নায়িকা পাওয়া গিয়েছে— মজার ছলে এটাই জানিয়েছিলেন সলমন। সলমন প্রযোজিত এই ছবিটির নায়িকার নাম ওয়ারিনা হুসেন।
আরও পড়ুন: সলমন কি শেষমেশ বিয়ে করছেন?
দেখুন ভিডিও: