কর্ণ জোহরের সিনেমা মানেই তার জন্য অপেক্ষায় থাকেন সিনেপ্রেমীরা। এই মুহূর্তে ‘কলঙ্ক’-এর কাজ নিয়ে ব্যস্ত তিনি। এ ছবি প্রযোজনার দায়িত্বও তাঁর। আর সেই ছবিতেই আলিয়ার লুক ফাঁস হয়ে গেল সদ্য।
ফাঁস হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোনও একটি নাচের দৃশ্যের জন্য তৈরি হচ্ছেন আলিয়া। পরনে ঘাগরা-চোলি। ক্যামেরা অন হওয়ার আগে সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। সে সময়ই গোপনে তোলা হয়েছে ওই ভিডিয়ো।
এ ছবিতে আলিয়া ছাড়াও মাধুরী দীক্ষিত, বরুণ ধওয়ন, সোনাক্ষী সিংহ, আদিত্য রায় কপূর অভিনয় করছেন। তবে আলিয়ার অভিনয় নিয়ে উত্তেজিত কর্ণ স্বয়ং। সম্প্রতি নেহা কপূরের টক শো-এ হাজির হয়ে তিনি বলেন, “আলিয়া এই ছবিতে কী করেছে এখনই সেটা বলব না। কিন্তু আলাদা কিছু করেছে, এটা বলব। ওকে দেখে মনে হচ্ছিল আমার মেয়ে পারফর্ম করছে। ওকে আমি মেয়ের মতোই দেখি। ইমোশনাল হয়ে একটা সময় কেঁদেও ফেলেছিলাম।”
আরও পড়ুন, দীপিকাই একমাত্র, যাকে আমি… কী বললেন রণবীর?
পরিচালক অভিষেক বর্মনের এই ছবি একটি পিরিয়ড ড্রামা। সব কিছু ঠিক থাকলে মুক্তি পাহে আগামী ১৯ এপ্রিল।
Welcome to chanderi @aliaa08 @Varun_dvn #Kalank pic.twitter.com/qzOVhDwegW
— दशानन रावण (@fakeravan) January 18, 2019
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)