Advertisement
E-Paper

উইকএন্ড পর(দা)চর্চা

এ সপ্তাহে কারা ছিলেন বিনোদনের জগতের লাইমলাইটে? সপ্তাহের সেরা বিনোদনের খবর জেনে নিন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৭ ১৫:২৬

গসিপ। প্রচার। গল্প। রিভিউ। ক্যামেরার সামনের কথা। ক্যামেরার পিছনের কথা। অভিনেতা-অভিনেত্রীদের মুড। মুড সুইং। বিনোদনের দুনিয়ায় রোজই হাজার হাজার খবর। কিন্তু কোন খবরটা খবর, আর কোনটায় মিশে জল? সব খবরই কি খবর হওয়ার মতো? এ সপ্তাহে কারা ছিলেন বিনোদনের জগতের লাইমলাইটে? সপ্তাহের সেরা বিনোদনের খবর জেনে নিন। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার বাছাই করা খবর জানতে ক্লিক করুন।

‘ঋদ্ধি আমার…’, সম্পর্ক নিয়ে মুখ খুললেন সুরঙ্গনা

কেরিয়ার শুরু হয়েছিল নাচ দিয়ে। সেখান থেকে অভিনয়। সঙ্গে যোগ হয়েছে গান। আর পড়াশোনা তো আছেই। তিনি সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ‘ওপেন টি বায়োস্কোপ’ কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করেন তিনি। চলতি মাসেই মুক্তি পাবে তাঁর আগামী ছবি পার্থ চক্রবর্তীর পরিচালনায় ‘সমান্তরাল’। তার আগে কলেজে প্রথম ক্লাস শেষ করেই আড্ডা দিলেন সেন্ট জেভিয়ার্সের ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী। সবিস্তার পড়তে ক্লিক করুন

মোনালি ঠাকুরের বিষয়ে এই কথাগুলি জানতেন?

প্লে-ব্যাক সিঙ্গার থেকে রিয়ালিটি শো-এর বিচারক মোনালি ঠাকুরের পরিচিতি রয়েছে অভিনয় জগতেও। টেলিভিশন রিয়ালিটি শো ‘রাইজিং স্টার’-এ বিচারক থাকাকালীন ছোট পোশাক পরায় সোশ্যাল মিডিয়ায় হেনস্থাও হতে হয়েছে তাঁকে। সবিস্তার পড়তে ক্লিক করুন

জন্মদিনের পার্টিতে কে কে থাকছেন? শেয়ার করলেন শুভশ্রী

জন্মদিনের প্ল্যান আলাদা কিছু নেই। দিনভর তাঁকে প্যাম্পার করবেন সকলে। আর সেটাই এনজয় করবেন নায়িকা। স্পেশাল মেনু তো হবে নিশ্চয়ই? শুভশ্রী শেয়ার করলেন, ‘‘ছোট থেকেই মা আমার জন্মদিনে নিজে হাতে পায়েস রান্না করেন। কালও করবেন। তবে আর কী কী মেনুতে থাকছে, সেটা আমার কাছে সারপ্রাইজ।’’ সবিস্তার পড়তে ক্লিক করুন

বার্থডে স্পেশাল: শাহরুখের নাম ‘রাহুল’! কেন জানেন?

কারও কাছে তিনি ‘রাহুল’, কারও কাছে ‘রাজ’। না! এগুলো তাঁর ডাক নাম নয়। তবে ফিল্ম বিশেষজ্ঞরা বলেন, কেরিয়ারে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বার এই দু’টি নামেই শাহরুখের চরিত্রের নামকরণ হয়েছে। জন্মদিনে দেখে নেওয়া যাক শাহরুখের কোন কোন ছবিতে ‘রাহুল’ নাম হয়েছিল। সবিস্তার পড়তে ক্লিক করুন

‘বাম্পার’ নিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ঋতব্রত

পরিচালক হিসেবে প্রথম পদক্ষেপে খুশি ঋতব্রত। শেয়ার করলেন, ‘‘আমাদের শুটিং শুরু হত, আবার বন্ধ হয়ে যেত। বহু দিন ধরে কাজটা হয়েছে। তবে সকলে যে আমার ওপর ভরসা রেখেছিলেন, এটাই ভাল লাগছে।’’ সবিস্তার পড়তে ক্লিক করুন

বই বিক্রির জন্য মিথ্যে কথা লিখেছে নওয়াজ, দাবি প্রাক্তন প্রেমিকার

নীহারিকা সিংহের পর এ বার নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে মুখ খুললেন তাঁর আরও এক প্রাক্তন প্রেমিকা। নওয়াজের আত্মজীবনী মিথ্যায় ভরা বলে অভিযোগ করেছেন সুনীতা রাজওয়ার। যাঁর সঙ্গে নওয়াজের দীর্ঘ সম্পর্ক ছিল বলে বলি মহলের খবর। সবিস্তার পড়তে ক্লিক করুন

বার্থডে স্পেশাল: শাহরুখকে নিয়ে এ সব গুজবও রটেছিল!

তিনি সিনে দুনিয়ার প্রথম সারির সেলেব। ফলে তাঁকে নিয়ে গুজব রটবে, এ তো স্বাভাবিক। তিনি শাহরুখ খান। তাঁকে নিয়ে একাধিকবার গুজব রটেছে। সে সব দক্ষ হাতে সামলেছেন কিঙ্গ খান। জন্মদিনে দেখে নেওয়া যাক শাহরুখের জীবনের এমন কিছু গুজব, যা তিনি স্ট্রেট ব্যাটে উড়িয়ে দিয়েছেন। সবিস্তার পড়তে ক্লিক করুন

নেদারল্যান্ডসে একটি বিশেষ টিউলিপ ফুলের নাম ঐশ্বর্যা

বুধবার ৪৪ বছরের জন্মদিন প্রাক্তন বিশ্বসুন্দরী এবং বলিউড অভিনেত্রী ঐশ্বর্যা রাইয়ের। সবিস্তার পড়তে ক্লিক করুন

Film Actress Film Actor Weekly Entertainment News Wrap Celebrities Bollywood Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy