মুক্তির তিন সপ্তাহের মধ্যে শুধু ভারতেই তিনশো চল্লিশ কোটি টাকার ব্যবসা করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ছবি দেখার উন্মাদনা মার্ভেল ভক্তদের মধ্যে যতই থাক, তার মধ্যে মন খারাপও আছে। কারণ অনেক সুপারহিরোর বিদায় ঘোষণা করে দেয় ‘...এন্ডগেম’। তবে মার্ভেল তার ভক্তদের মুখে হাসি ফোটাতে আগামী বেশ কয়েকটি ছবির পরিকল্পনা করে ফেলেছে।
‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ জুলাই মাসেই আসছে। আগের ছবি ‘...হোমকামিং’-এর সিকুয়েল এটি। তবে পিটার পার্কারের এই অভিযান ‘...এন্ডগেম’-এর আগের না পরের, সেই ধোঁয়াশা জিইয়ে রেখেছেন নির্মাতারা। কিন্তু ওই যে বলে ভক্তের মন... অনেকে আশা করছেন, স্পাইডির ছবিতে এক বারের জন্য হলেও আয়রন ম্যান টোনি স্টার্ককে দেখা যাবে।
বাজার পরখ করার জন্যই কৃষ্ণাঙ্গ সুপারহিরো ‘ব্ল্যাক প্যান্থার’কে এনেছিল মার্ভেল। সে ছবি বক্স অফিসে সাফল্য তো পেয়েছেই, তার সঙ্গে প্রথম সুপারহিরো ছবি যা অস্কারের জন্য মনোনীত হয়েছিল। এই ছবির সিকুয়েল নিয়ে কোনও দ্বিমত নেই, শুধু ঘোষণার অপেক্ষা।