Advertisement
E-Paper

দিওয়ালির দিন সিঙ্গাপুরে কী করলেন আলিয়া-বরুণ?

না! দিওয়ালিতে ছুটি পাননি। বরং এ বারেরটা তাঁদের জীবনে ‘ওয়ার্কিং দিওয়ালি’। তাঁরা আলিয়া ভট্ট এবং বরুণ ধবন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ১৪:১৪

না! দিওয়ালিতে ছুটি পাননি। বরং এ বারেরটা তাঁদের জীবনে ‘ওয়ার্কিং দিওয়ালি’। তাঁরা আলিয়া ভট্ট এবং বরুণ ধবন।

বিষয়টা ঠিক কী? আপাতত সিঙ্গাপুরে শশাঙ্ক খৈতানের ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র শুটিং করছেন আলিয়া-বরুণ। ছুটি পাননি। তাই শুটিং করেই কাটল তাঁদের এ বারের দিওয়ালি। তবে শুটিং শেষে গোটা ইউনিটের সঙ্গে চুটিয়ে মজা করেছেন তাঁরা।

পাশাপাশি গত শনিবারই সিঙ্গাপুরে ডব্লিউ-টি-এ ডবলস ফাইনাল খেলছিলেন সানিয়া মির্জা। তাঁর সঙ্গী ছিলেন মার্টিনা হিঙ্গিস। সেই ম্যাচ দেখার জন্য আলিয়া-বরুণকে আমন্ত্রণ জানিয়েছিলেন সানিয়া। শুধু তাঁরাই নন ইউনিটের সকলের জন্যই বিশেষ পাসের ব্যবস্থা করেছিলেন। তবে ম্যাচ দেখতে যেতে পারেননি নায়ক-নায়িকা। বরং ম্যাচের পরের দিন অর্থাত্ গত রবিবার সানিয়ার সঙ্গে স্পেশাল ডিনারে গিয়েছিলেন। সব মিলিয়ে ‘ওয়ার্কিং দিওয়ালি’ বেশ এনজয় করেছেন আলিয়া-বরুণ।

আরও পড়ুন, মিমি-রাজ-শুভশ্রী, তখন এখনের কেমিস্ট্রি

Alia Bhatt Varun Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy