আগামী ২৪ জুন মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘যুগ যুগ জিয়ো’। ছবির প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতু কপূর বার বার ফিরে যাচ্ছেন অতীতে। সম্প্রতি স্বামী ঋষি কপূরের কথা বলতে গিয়ে শোনালেন অতীতের একটি মজার ঘটনার কথা। নীতু জানান, ঋষি হাসপাতালে থাকাকালীন রণবীর আর আলিয়া তাঁকে নিয়মিত দেখতে যেতেন। বলিউডের ‘লাভার বয়’ আইসিইউ থেকে দেখতেন, তাঁর আদরের ছেলে আর হবু বৌমা সারা দিন হাসপাতালে বসে। এক দিন থাকতে না পেরে নীতুর সামনে ‘রণলিয়া’কে ডেকে ঋষি বলেছিলেন, “তুম কিতনে ভেল্লে লোগ হো। সারা দিন বৈঠে রহতে হো।”