গানের মহড়ায় কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ। একের পর এক জনপ্রিয় বাংলা গান গাইছেন তাঁরা। গানের ফাঁকে ফাঁকে কাঞ্চন তাঁর স্ত্রীকে রীতিমতো উৎসাহিত করছেন। তাঁদের মহড়ার ভিডিয়ো ইতিমধ্যেই নাগরিকদের চর্চার বিষয়। জল্পনাও শুরু হয়েছে, অভিনেতা দম্পতি কি মঞ্চানুষ্ঠানে ফিরছেন? তেমনই আন্দাজ করে বেশ কিছু অনুরাগী তাঁদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু নিন্দকের তো অভাব নেই! তেমনই এক নেটাগরিক কটাক্ষে বিঁধেছেন তাঁদের। লিখেছেন, “দেখে মনে হচ্ছে যেন সার্কাসের দুই জোকার!”
শ্রীময়ী কি বিষয়টি দেখেছেন? জানতে চেয়েছিল আনন্দবাজার ডট কম। সঙ্গে সঙ্গে তাঁর সহাস্য জবাব, “ভাল তো! এমনিতেই আমার বর লোক হাসায়। আমিও না হয় তাতে যোগ দিলাম।” এও জানিয়েছেন, তাঁরা কিন্তু আদতে ইতিবাচক কাজই করছেন। তাঁর বক্তব্য, এখনকার দিনে লোকে হাসতে ভুলে গিয়েছে। তাঁরা সেই বিশুদ্ধ আনন্দ ফিরিয়ে আনছেন। “সার্কাসে জোকারদের রাখাই হয় এই কারণে”, পাল্টা ব্যঙ্গ তাঁরও।
ছ’মাসে পা দিয়েছে কাঞ্চন-শ্রীময়ীর একমাত্র কন্যা কৃষভি। আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গিয়েছে। দিদা, পরিবারের বাকি সদস্যদের সঙ্গে থাকতে শিখেছে। একটু একটু করে তাই ছন্দে ফিরছেন শ্রীময়ী। মাঝে একটি ধারাবাহিকে যোগ দিয়েছিলেন তিনি। চরিত্র পছন্দ না হওয়ায় কিছু দিন পরে ছেড়ে দেন সেটি। পুজোর ছবি ‘রক্তবীজ ২’তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন:
এ বার কাঞ্চনের সঙ্গে শহরতলির মঞ্চানুষ্ঠানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি, বিধায়ক-অভিনেতা স্বামীর সঙ্গে মহড়া দিতেও দেখা গিয়েছে। সেই মহড়ার ভিডিয়ো নিয়ে চর্চাও হয়েছে বিস্তর। আনন্দবাজার ডট কম সে প্রসঙ্গ তুলতেই শ্রীময়ী বলেছেন, “কাঞ্চনের সঙ্গে আগে বহু মঞ্চানুষ্ঠান করেছি। মাঝে বিয়ে, মেয়ের জন্ম— এ সবের কারণে ছেদ পড়েছিল। একটু দূরত্ব বেড়েছিল মঞ্চানুষ্ঠান, দর্শকদের সঙ্গে। আবার সেই ফাঁক পূরণ করতে চলেছি।”
‘মাচা’ বহু শিল্পীর রুজি-রুটি। এই ধরনের অনুষ্ঠান দর্শকের সঙ্গে খ্যাতনামীদের সেতুবন্ধও। তাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ তাবড় তারকারা এই ধরনের অনুষ্ঠানে অংশ নেন। নিজেদের অভিনীত ছবির গান শোনান, বিখ্যাত সংলাপ বলেন। “আমিও নিয়মিত গাইতাম তখন। ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে অভিনয়ের সময় চরিত্রের খাতিরে শুধুই কীর্তন বা লোকগান গাইতে হত। বেশ লাগত কিন্তু।”