আপাতত আলোচনায় অক্ষয় খন্না। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এর সাফল্যের পরেই ‘দৃশ্যম ৩’ ছবি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। এই আবহে অভিনেতার একাধিক পুরনো সাক্ষাৎকার ঘুরেফিরে আসছে সমাজমাধ্যমে। তারই একটিতে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ নিয়ে মন্তব্য করছেন অক্ষয়। ইন্ডাস্ট্রির অন্দরের মানুষ হলে প্রথম কাজ পেতে কি সুবিধা হয়?
২০২০ সালের একটি সাক্ষাৎকারে অভিনেতাকে বলতে শোনা যায়, “অভিনেতা হতে চাওয়া এবং সঠিক সুযোগ পাওয়া— দুটো ভিন্ন জিনিস। কোটি কোটি মানুষ অভিনেতা হতে চান।” তা হলে প্রথম সুযোগ পাওয়া যায় কী ভাবে? অক্ষয় অকপটে বলেন, “নেপোটিজ়ম— ওটাই কাজে লাগে।” অর্থাৎ, তাঁর মতে পারিবারিক পরিচিতিই প্রথম কাজ এনে দেয়।
আরও পড়ুন:
‘ধুরন্ধর’ ছবিতে রহমান বালোচের চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা পাচ্ছেন অভিনেতা। এই আবহে নাকি নিজের পারিশ্রমিক আকাশছোঁয়া করেছেন অভিনেতা। সেই সঙ্গে, পরচুলা পরার দাবি করেছেন অক্ষয়। ফলে, ‘দৃশ্যম ৩’ ছবির নির্মাতাদের সঙ্গে মতবিরোধ, এবং ছবি থেকে থেকে সরে আসার সিদ্ধান্ত। শোনা যাচ্ছে, এ বার অক্ষয়ের পরিবর্তে ওই ছবিতে দেখা যাবে জয়দীপ অহলওয়াতকে।