প্রথম সপ্তাহেই ছক্কা! এক সপ্তাহ হল সম্প্রচার শুরু হয়েছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’-র। প্রথম বার অভিনেত্রী রাজনন্দিনী পালকে ছোট পর্দায় দেখছেন দর্শক। প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় প্রথম পাঁচে উঠে এসেছে এই ধারাবাহিক। যদিও তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসু জুটি এই সপ্তাহেও এক নম্বরে। চলতি সপ্তাহে অনেকই অদল বদল ঘটেছে। কোনও কাহিনি দর্শকের প্রিয় তালিকায় উঠে এসেছে। কোনও ধারাবাহিক আবার ছিটকে গিয়েছে। এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। তাদের প্রাপ্ত নম্বর ৭.৫। ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনেও যে সেটের অভিনেতাদের সমীকরণ একেবারে পরিবারের মতো তা খানিকটা আন্দাজ করা যায় ইনস্টাগ্রামের ভিডিয়ো দেখলে। সেই সমীকরণ দর্শকের মনে ধরেছে। অন্তত নম্বর সেই কথাই বলে।
অন্য দিকে ‘ফুলকি’ ধারাবাহিকেও এসেছে নতুন মোড়। ফুলকিকে একেবারে অন্য লুকে দেখছেন দর্শক। ধারাবাহিকে দেখানো হচ্ছে নায়িকার রাজ্যাভিষেক হচ্ছে। এই নতুন গল্প যে দর্শকের ভাল লাগছে তার প্রমাণ টিআরপির নম্বর। চলতি সপ্তাহে ‘ফুলকি’ ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। তৃতীয় স্থানে উঠে এসেছে ‘চিরসখা’। এই কাহিনিতে প্রতি দিন মোড় ঘুরছে। নতুন নতুন চরিত্রের আগমন হচ্ছে। আগের থেকে নম্বরও বেড়েছে। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। এই একই নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। চতুর্থ স্থানে রয়েছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। ৭ জুলাই থেকে সম্প্রচার শুরু হয়েছে এই কাহিনির। হিসেব মতো এটা তাদের দ্বিতীয় সপ্তাহ। খুব অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। প্রথম সপ্তাহের টিআরপিতে তাদের প্রাপ্ত নম্বর ৬.৭। পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’ এবং ‘পরিণীতা’ ধারাবাহিক। বহু দিন পরে প্রথম পাঁচ দেখা গেল এই ধারাবাহিককে। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.২।