বিয়ে স্থগিত হয়ে গিয়েছে স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের। ক্রিকেটতারকার বাবা অসুস্থ হয়ে পড়ার জন্যই নাকি থমকে গিয়েছে বিয়ে। এর মধ্যেই মঙ্গলবার মেরি ডি’কোস্টা নামে এক মহিলা পলাশকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। কিন্তু কে এই মেরি ডি’কোস্টা? কী তাঁর পরিচয়?
পলাশের সঙ্গে হওয়া কথোপকথনের স্ক্রিনশট সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন মেরি। দেখা গিয়েছে, পলাশ তাঁকে বার বার দেখা করতে বলেছিলেন। তাঁর রূপের প্রশংসাও করতে দেখা যায় পলাশকে। এমনকি, স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকা যন্ত্রণাদায়ক বলেও দাবি করেছেন তিনি। এই কথোপকথন দেখে নেটাগরিকের বক্তব্য, পলাশ সম্পর্কে প্রতারণা করেছেন।
বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি পলাশ বা স্মৃতি কেউই। তবে নেটাগরিকের একাংশের অনুমান, এই বিষয়টি কেন্দ্র করেই হয়তো বিয়ের আগে জটিলতা তৈরি হয়, বিয়ের আসরে। সেই মানসিক চাপেই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা ও পরের দিন পলাশ নিজেও।
জানা যাচ্ছে, এই মেরি ডি’কোস্টা নাকি পেশায় একজন কোরিয়োগ্রাফার। এমনও শোনা যাচ্ছে, স্মৃতি ও পলাশের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানের নাচের অনুষ্ঠানে কোরিয়োগ্রাফির দায়িত্বেও নাকি তিনিই ছিলেন।
আরও পড়ুন:
বিয়ের আগে সঙ্গীত, মেহেন্দি ও গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছিল। এমনকি, বাগ্দান পর্ব সারার আগেও নাকি পলাশ মুচ্ছল বিতর্কে জড়িয়েছিলেন। এক সূত্রের দাবি, বাগ্দানের চার দিন আগে এক মহিলার সঙ্গে পলাশকে চুম্বন করতে দেখা গিয়েছিল। নাচের মহড়া দেওয়ার সময়েই নাকি চুম্বন করছিলেন তাঁরা। তবে সেই মহিলা এই মেরি ডি’কোস্টাই কি না, সেই প্রশ্ন উঠছে।
মেরি এই স্ক্রিনশটগুলি প্রকাশ করার কিছু ক্ষণ পরেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন। তবে তত ক্ষণে তাঁর স্ক্রিনশট সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে এই স্ক্রিনশটের সত্যতা এখনও প্রশ্নের মুখে।