নায়িকা তো ঠিক। কিন্তু নায়কের চরিত্রে যে তিনজনকে পছন্দ! এ বার কী করবেন প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী? কথা হচ্ছে তাঁর নতুন ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’কে নিয়ে। এই চরিত্র দিয়ে আট বছর পরে আবার ছোটপর্দায় স্বস্তিকা দত্ত। নায়কের চরিত্রে চূড়ান্ত কে?
এই প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল প্রযোজকের সঙ্গে। স্নেহাশিস বললেন, “আমি নিজের জালে নিজেই বন্দি। অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দু’জন নতুন মুখকেও বেছেছি।” তবে পাল্লাভারী যে অর্ণবের, সে কথা তিনি প্রকারান্তরে বুঝিয়েও দিয়েছেন। প্রসঙ্গত, অর্ণবকে সম্প্রতি দেখা যাচ্ছে হইচই ওয়েব প্ল্যাটফর্মের ভৌতিক সিরিজ় ‘নিশির ডাক’-এ। পাশাপাশি, তাঁর ঝুলিতে ‘জল থইথই ভালবাসা’, ‘আলতা ফড়িং’, ‘আলোছায়া’র মতো জনপ্রিয় ধারাবাহিক।
আরও পড়ুন:
ধারাবাহিকের নামঘোষণার পর থেকেই একের পর এক চমক দিচ্ছেন স্নেহাশিস। সদ্য মুক্তি পেয়েছে প্রথম ঝলক। সেখানে চমকে দিয়েছেন খলনায়ক সৌমক বসু। এর আগে স্নেহাশিসের ধারাবাহিক ‘গীতা এলএলবি’তে দাপুটে খলনায়ক ‘কৃপাণ’ হয়েছিলেন সৌমক। “ওখানে তাঁর দাড়ি-গোঁফ, ব্যাকব্রাশ চুল ছিল। সেটা বদলাতেই এই লুক আনা হয়।” তিন-চারটি নতুন ‘লুক’-এ সাজানো হয়েছিল সৌমককে। তার মধ্যে সলমন খানের ‘তেরে নাম’ ছবির ‘লুক’ বেশি পছন্দ স্নেহাশিসের। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’তে তিনি নায়িকার সৎভাই। ভাই-বোনের সম্পর্ক একটু মধুর নয়, সে কথা ঝলকেই প্রকাশ।
ধারাবাহিকের শুটিং শুরু হবে কালীপুজোর পর থেকে। আর কাদের দেখা যাবে ধারাবাহিকে?প্রযোজক জানিয়েছেন, সু্প্রিয় দত্ত, দোলন রায়, শুচিস্মিতা, ভরত কল, ভাস্বর চট্টোপাধ্যায়দের দেখা যাবে।