মা আঠাশ সেকেন্ডে ১৩ অঙ্কের সংখ্যা গুণ করেন। মেয়ের কাছেও কি অঙ্ক এ রকমই জলভাত?
ওটিটি প্ল্যাটফর্মে ‘শকুন্তলা দেবী’ আসার আগে মোটেই সেই রহস্য ভাঙলেন না অনুপমা বন্দ্যোপাধ্যায় ওরফে সান্যা মলহোত্র। তবে মেনে নিলেন, অভিনয় করতে গিয়ে বিদ্যা ম্যাম আর যিশু সেনগুপ্তের সঙ্গে তাঁর কেমিস্ট্রি পুরো জমে ক্ষীর।
সান্যা প্রথম দিন থেকেই দর্শক মনে আশা জাগিয়েছেন। প্রত্যেক বার নিত্যনতুন চরিত্রে নিজেকে উপস্থাপিত করছেন। দর্শকেরা হাসিমুখে গ্রহণও করেছেন প্রতি বার। কিন্তু বিদ্যা বালনের মেয়ে সান্যা! কেমন হবে ব্যাপারটা? এই প্রশ্ন ভাবাচ্ছে সান্যা এবং বিদ্যার অনুরাগীদেরও।