ফের মুখ খুললেন অনুরাগ কাশ্যপের ভাই অভিনব কাশ্যপ। কিছুদিন ধরেই তাঁর নিশানায় ছিলেন সলমন খান। এ বার রণবীর কপূরকে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কী বললেন ‘বেশরম’ পরিচালক?
২০১৩ সালে মুক্তি পায় অভিনবের ছবি ‘বেশরম’। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর। সেই সময় তাঁর প্রেম ছিল ক্যাটরিনা কইফের সঙ্গে। অভিনবের দাবি, ক্যাটকে নিয়েই নাকি ছবি তৈরির অনুরোধ করেছিলেন রণবীর। কিন্তু, সেই প্রস্তাব খারিজ করে দেন পরিচালক। কেন?
অভিনবের কথায়, সেই সময় এই ছবির নায়িকার চরিত্রের জন্য বহু অভিনেত্রীই অডিশন দিতে এসেছিলেন। তাঁদের মধ্যে নাকি ছিলেন তাপসী পন্নু, স্বরা ভাস্কর, তমন্না ভাটিয়া, পরিণীতি চোপড়ার মতো অভিনেত্রীরা। পরিচালকের কথায়, ক্যাটরিনা খুব ভাল মানুষ, প্রতিভাবান অভিনেত্রী হওয়ায় তাঁকে নিয়ে এমনি কোনও সমস্যা ছিল না। ক্যাটরিনা নিজেও নাকি ছবিটা করতে চেয়েছিলেন।
আরও পড়ুন:
তবুও ক্যাটরিনাকে মুখ্য চরিত্রে নেওয়া হয়নি। এমনকি, তাপসী-পরিণীতিদের ছেড়ে বেছে নেওয়া হয় পল্লবী সারদাকে। কেন? পরিচালক বলেন, “ক্যাটরিনা এক বার এসে আমার সঙ্গে দেখাও করেন। যশরাজে একটা গান রেকর্ড করছিলাম। ক্যাটরিনা এসে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আমার সঙ্গে কোনও শত্রুতা আছে?’ আমি বলি, যে এমন কোনও ব্যাপার নেই। আমি ওঁকে জানাই, যে দিন আমার কাছে এমন চিত্রনাট্য থাকবে যেখানে প্রবাসী চরিত্রের প্রয়োজন পড়বে, আমি প্রথমেই ওঁর সঙ্গে যোগাযোগ করব।”
আসলে ‘বেশরম’ ছবির জন্য পরিচালক এমন নায়িকা খুঁজছিলেন যাঁকে দেখে সহজেই দিল্লির পঞ্জাবি মনে হবে। কিন্তু, ক্যাটরিনার কথা বলার ধরন একেবারেই তেমন নয়। ফলে অভিনেত্রীকে এই ছবিতে নিতে চাননি অভিনব।
অভিনব আরও জানান, যে এই ছবিতে সোনাক্ষি সিন্হাকে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু, রণবীর নাকি তাঁর সঙ্গে কাজ করতে চাননি। পল্লবীর অডিশন দেখে রণবীর তো বটেই, এমনকি ঋষি কপূর ও নীতু কপূরেরও পছন্দ হয়। তবে প্রতিভার নিরিখে বাছাই করা হলেও বলিউডে নিজের স্থান পাকা করতে পারেননি পল্লবী।