Advertisement
১৮ মে ২০২৪
Entertainment

উনিশেই বাজিমাত এই তরুণ পরিচালকের!

মাত্র ১৯ বছর বয়সেই বানিয়ে ফেলেছেন একটি ছবি। সেই ছবিই ‘মামি’-তে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। ছবির নাম ‘বোম-বাই’।

যশবর্ধন গোস্বামী ।    ছবি: ফেসবুক সৌজন্যে

যশবর্ধন গোস্বামী । ছবি: ফেসবুক সৌজন্যে

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৬ ১৭:৪৫
Share: Save:

মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল ‘মামি’-তে এ বার এক তরুণ পরিচালককে নিয়ে খুব আলোচনা হয়েছে। মাত্র ১৯ বছর বয়সেই বানিয়ে ফেলেছেন একটি ছবি। আরে সেই ছবিই ‘মামি’-তে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। ছবির নাম ‘বোম-বাই’। আর যে পরিচালক এই ছবিটি তৈরি করেছেন তাঁর নাম যশবর্ধন গোস্বামী। জয়পুরের ছেলে যশ। মুম্বইয়ের জয়হিন্দ কলেজের ছাত্র যশ এর আগে স্বল্প দৈর্ঘ্যের অনেক ছবি তৈরি করেছেন, যেগুলো আন্তঃকলেজ ফিল্ম প্রতিযোগিতায় বেশ চর্চিত হয়েছে এবং পুরস্কারও জিতেছে। বেশ কিছু রাজনৈতিক দলের প্রোমোশনাল ফিল্মও তৈরি করেছেন এই তরুণ পরিচালক।

মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে ‘মুম্বই ডাইমেনসন্স’-এর উপর একটি বিষয় রাখা হয়েছিল। সেই বিষয়ের উপর শর্ট ফিল্ম ক্যাটাগরিতে ‘বোম-বাই’ মন কেড়েছে দর্শক ও বিচারকদের। এই ক্যাটাগরিতে ৭০০০ হাজার ছবির তালিকা জমা পড়েছিল। তার মধ্যে থেকে ১১টি ছবি বেছে নেওয়া হয়। সেই ১১টি ছবির মধ্যেই একটি হল যশ পরিচালিত ‘বোম-বাই’।

আরও পড়ুন: রাজকুমার রাওয়ের নতুন পোস্টারে ছবির নাম নেই কেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mami 2016 Bombai Yashbardhan Goswami
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE