টলিপাড়ার জেন জেড স্টার কিডদের মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম হাঙ্ক কে? রবিবারের সোশ্যাল মিডিয়া বলছে, রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মাত্র দু’মাসের ছেলে ইউভান! মা-বাবার মতোই আপাদমস্তক স্টাইলিশ সেও। পরনে নীল ডেনিম আর দুধ সাদা শার্ট। পায়ের কাছে প্যান্টে হালকা ফোল্ড। শার্টের আস্তিন গোটানো। চুলে অল্প স্পাইক। যাকে বলে চূড়ান্ত দাদাগিরি। সত্যিই চোখ ফেরানো দায় এই একরত্তির থেকে।
একদিন আগেই পরিচালক বাবা নতুন হেয়ার কাটের ছবি পোস্ট করে মাতিয়ে দিয়েছেন নেটপাড়া। এবার ছেলের পালা। সেও ‘কিসিসে কম নহি’ বোঝাতেই যেন এবার ওয়েস্টার্ন সাজে। কারণ, পুজোয় তার ‘বাঙালিবাবু’ অবতার অলরেডি দেখে নিয়েছেন নেটাগরিকেরা।