গায়ক জ়ুবিন গার্গের আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ গোটা দেশ। শোকপ্রকাশ করেছেন বিনোদনদুনিয়ার অনেকেই। শ্রদ্ধাজ্ঞাপন করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। সমাজমাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জ়ুবিনের সাদাকালো ছবির নীচে নতমস্তকে অভিষেক। শোকজ্ঞাপন করে লিখেছেন, “জ়ুবিন গার্গের অকাল প্রয়াণ এক গভীর শূন্যতা তৈরি করল। বিরল প্রতিভাধর এক শিল্পী, ওঁর সঙ্গীত সীমানা-ভাষা-প্রজন্মের বেড়া ভেঙেছে। মানুষকে সুর ও আবেগের সুতোয় গেঁথেছে।” শিল্পীর মৃত্যু অপূরণীয় ক্ষতি, লেখেন অভিষেক। “শিল্পীর পরিবার, বন্ধুবান্ধব ও অগুনতি অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ওঁর আত্মার শান্তি কামনা করি।”
আরও পড়ুন:
সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন জ়ুবিন গার্গ। ২০ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বর সেখানে অনুষ্ঠান করার কথা ছিল তাঁর। সেখানেই স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হয় তাঁর। জল থেকে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। গায়কের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই দুঃখপ্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই।