Advertisement
E-Paper

নিকোলের সঙ্গে বাঙালি মেয়ে

নাম প্রিয়ঙ্কা বসু। লিখছেন প্রিয়াঙ্কা দাশগুপ্ত।নাম প্রিয়ঙ্কা বসু। লিখছেন প্রিয়াঙ্কা দাশগুপ্ত।

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৫ ০০:০০
নিকোল কিডম্যান

নিকোল কিডম্যান

হলিউডের খ্যাতনামা অভিনেত্রী নিকোল কিডম্যান। অভিনয় করেছেন ‘ম্যুলা রুঁজ’ থেকে ‘দ্য আওয়ার্স’-এর মতো সব পুরস্কারপ্রাপ্ত ছবিতে।

তাঁকে ঘিরেই শহরে নতুন রহস্য। ১৭ জানুয়ারি এ শহরে শ্যুটিং শুরু হচ্ছে তাঁর অভিনীত আন্তর্জাতিক ছবির। নাম ‘লায়ন’। যার চিত্রনাট্য অনুপ্রাণিত হয়েছে সারু ব্রেইলির জীবন থেকে। যে সারু গুগল আর্থ ব্যবহার করে তাসমানিয়া থেকে কলকাতা হয়ে মধ্যপ্রদেশে গিয়ে খুঁজে বের করেছিলেন তাঁর জন্মদাত্রীকে।

মাত্র আর এক সপ্তাহের অপেক্ষা। তার পর এ শহরে দলবল নিয়ে শ্যুটিং করবেন পরিচালক গার্থ ডেভিস। কখনও হাওড়া, কখনও বা কলকাতার পুরনো সব বাড়ি। কিন্তু শেষ পর্যন্ত নিকোল কি শ্যুটিং করতে আসবেন কলকাতায়?

বুধবার শহরে ঘুরে গিয়েছেন দীপ্তি নাভাল। শ্যুটিং করতে আবার ফিরে আসছেন ২৭ জানুয়ারি। সূত্রের খবর, চিত্রনাট্য অনুযায়ী নিকোলকে ছবির দৃশ্যে দেব ছাড়াও দেখা যাবে দীপ্তির সঙ্গে। একদল বলছেন একদিনের জন্য নিকোল অস্ট্রেলিয়া থেকে উড়ে এসে লাহাবাড়িতেই শু্যটিং করে যেতে পারেন। আর প্রবেশ-এর মতো অন্যরা বলছেন নিকোল মোটেও এ দেশে পা রাখবেন না। যা শ্যুটিং, সবই করবেন অস্ট্রেলিয়ায় বসেই।

চারিদিকে নিকোলের কলকাতা যাত্রা নিয়ে এত ধোঁয়াশা যে অনেকেই বলছেন এ রহস্যের কিনারা করতে ব্যোমকেশ, ফেলুদা, শবরদের না মাঠে নামতে হয়!

ছবিতে মুখ্যচরিত্রের পালিতা মা-র ভূমিকায় থাকছেন নিকোল। গর্ভধারিণী মায়ের ভূমিকায় অভিনয় করছেন এক বাঙালি অভিনেত্রী। নাম প্রিয়ঙ্কা বসু। আর তাঁদের পুত্রের ভূমিকায় ‘স্লামডগ মিলিয়নেয়ার’ খ্যাত দেব পটেল। তবে এ দেশে দেবের শু্যটিং বেশিটাই হবে ইনদওরে। কলকাতার শ্যুটিং পর্বে থাকছে তাঁর ছোটবেলার ঘটনা। ‘স্লামডগ...’-এর সময় যে ভাবে দেবের ছোটবেলায় অভিনয় করার জন্য বাচ্চাগুলোকে খুঁজে বের করা হয়েছিল, সেই একই কায়দায় মুম্বই থেকে এ বার সানি নামের এক শিশুশিল্পীকে বাছা হয়েছে এ ছবির জন্য।

ইতিমধ্যেই সানি কলকাতায় এসে ওয়ার্কশপ শুরু করে দিয়েছে। মুম্বইনিবাসী প্রিয়ঙ্কাও আপাতত কলকাতায়। তবে মুখে কুলুপ। প্রিয়ঙ্কা এর আগেও বাংলায় শ্যুটিং করে গিয়েছেন ‘গাঙ্গোর’ আর ‘শূন্য অঙ্ক’ ছবির জন্য। ‘‘কলকাতায় এসে পরিচালকের সঙ্গে দেখা করেছেন প্রিয়ঙ্কা। অভিনয়, প্রস্থেটিক লুক নিয়েও কথাবার্তা হয়েছে। ওঁর সব শু্যটিংটাই ইনদওরে,” বলছেন প্রবেশ সাহনি, যিনি ভারতে এ ছবির শু্যটিংয়ের তদারকি করছেন।

আফশোস একটাই। প্রিয়ঙ্কা আর নিকোলের হয়তো এক সঙ্গে কোনও দৃশ্যই থাকছে না ছবিতে!

priyanka basu priyanka dasgupta Nicole Kidman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy