Advertisement
E-Paper

নয়া সাজে খুলছে নজরুল মঞ্চ

আজ, বৃহস্পতিবার নতুন সাজে খুলবে নজরুল মঞ্চ। রবীন্দ্র সরোবরের এই অনুষ্ঠানস্থলটিকে কলকাতার সবচেয়ে আকর্ষণীয় প্রেক্ষাগৃহ করে তুলতে ২০ কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য। মুক্তমঞ্চের বদলে এখন পুরোদস্তুর ঢাকা এই প্রেক্ষাগৃহে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াও থাকছে উন্নত মানের শব্দ-ব্যবস্থা। আজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অশোক সেনগুপ্ত

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৪ ০৪:১৮

আজ, বৃহস্পতিবার নতুন সাজে খুলবে নজরুল মঞ্চ। রবীন্দ্র সরোবরের এই অনুষ্ঠানস্থলটিকে কলকাতার সবচেয়ে আকর্ষণীয় প্রেক্ষাগৃহ করে তুলতে ২০ কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য। মুক্তমঞ্চের বদলে এখন পুরোদস্তুর ঢাকা এই প্রেক্ষাগৃহে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াও থাকছে উন্নত মানের শব্দ-ব্যবস্থা।

আজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, গত বছরের দুর্গাপুজোয় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর, কলকাতা পুলিশ ও পুরসভা আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার প্রায় ১২৬টি পুরস্কার দেওয়া হবে ওই অনুষ্ঠানে। বুধবার বিকেলে নজরুল মঞ্চে গিয়ে দেখা গেল, শেষ মুহূর্তের কাজে ব্যস্ত শ্রমিক ও কর্মীরা। সাদা মোড়কে ঢাকা সারিবদ্ধ নতুন চেয়ার। প্রায় আড়াই হাজার আসন থাকবে এখানে। মঞ্চের স্থপতি পলাশ মৈত্র বলেন, “পুরনো আসনগুলি বাতিল করা হয়েছে শব্দবিন্যাসের কথা মাথায় রেখে।”

কেবল বসার ব্যবস্থাই নয়, ৬৪ মিটার দীর্ঘ, ৭৪ মিটার প্রস্থ, সাড়ে ১০ মিটার উঁচু মঞ্চও তৈরি হয়েছে নতুন করে। ভিতরে যাতায়তের জন্য আগে ছিল ৬টি পথ। আপৎকালীন পরিস্থিতির জন্য আরও ৩টি নতুন পথ হয়েছে। রাখা হয়েছে বাড়তি অগ্নি-নির্বাপণ ব্যবস্থা। কেএমডিএ-র এক পদস্থ ইঞ্জিনিয়ার বলেন, “গোটা কাজ হয়েছে দু’টি পর্যায়ে। মঞ্চ-সংলগ্ন পায়ে চলা পথগুলিরও মানোন্নয়ন হয়েছে। তবে এর জন্য কোনও গাছ কাটা হয়নি।” তিনি জানান, ধাতব পাত দিয়েই সাবেক মঞ্চের খোলা অংশ ঢাকা হয়েছে।

রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “প্রকল্প রূপায়ণের দায়িত্বে ছিল কেএমডিএ। কাজ শেষ হতে ৬ মাস লেগেছে।” প্রকল্প রূপায়ণের জন্য গত ৭ সেপ্টেম্বরের পর থেকে ওই মঞ্চে অনুষ্ঠান বন্ধ ছিল। সে দিক থেকে সংস্কৃতির এই শহরে ভাল অনুষ্ঠানের উপযুক্ত জায়গা হিসেবে নতুন সাজের এই নজরুল মঞ্চের বিশেষ চাহিদা থাকবে বলে মনে করছেন কেএমডিএ কর্তারা।

nazrul mancha renovated auditorium ashok sengupta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy