মগজের মারপ্যাঁচে কোন স্কুল জিতবে? কোন জেলা যাবে এগিয়ে? সেই উত্তর মিলবে খুব শীঘ্রই। বাংলা শব্দ নিয়ে মজাদার লড়াই, আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৫’ সাড়া ফেলে দিয়েছে জেলায় জেলায়। শিক্ষার্থীদের মধ্যেও উত্তেজনা তুঙ্গে। ১৫টি জেলার মধ্যে হওয়া এই প্রতিযোগিতা দ্বিতীয় ধাপ অর্থাৎ জেলা পর্বে সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।
স্কুল পর্বে ২৫০-এরও বেশি স্কুল এবং ৬০ হাজারের অধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল। স্কুল পর্ব পেরিয়ে জেলা স্তরে ১২৭টি স্কুলের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি জেলা থেকে ৮টি স্কুলকে বেছে নেওয়া হয়েছে পরবর্তী পর্বের জন্য।
মোট ১২০টি স্কুলকে নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল-এর প্রতিযোগিতা, সেখান থেকে প্রতিটি জেলার সেরা ৪টি স্কুল পৌঁছে যাবে সেমি ফাইনাল পর্বে।
আর মাত্র দু’দিন! কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল পেরিয়ে ১৫টি স্কুল অথবা টিমের মধ্যে হবে গ্র্যান্ড ফাইনাল। এ বার দেখে নেওয়ার পালা এই ১৫টি স্কুলের মধ্যে থেকে কোন ৩টি সেরা স্কুল অথবা টিম জিতে নেয় সেরার মুকুট।
এই প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করছে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৫’-এর পার্টনাররাও। এই উদ্যোগ সফল করার পেছনে রয়েছেন একাধিক সহযোগী। ‘প্রেজ়েন্টিং পার্টনার’ ইআইআইএলএম কলকাতা। ‘পাওয়ার্ড বাই পার্টনার’ ট্রেন্ডস এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এ ছাড়াও, ‘স্ন্যাকস্ পার্টনার’ কিকু নুডুলস্, ‘ফুড পার্টনার’ মনজিনিস এবং ‘নলেজ পার্টনার’ শব্দবাজি।