লোকমুখে শুনে নিয়মিত খাচ্ছেন এই ভেবে যে মেদ ঝরবে। শরীরে যে চর্বি দীর্ঘ দিন ধরে লেগে রয়েছে, হাজার চেষ্টাতেও ছেড়ে যেতে চাইছে না, ভাবছেন সেই মেদ গলে বেরিয়ে যাবে বিশেষ কোনও একটি খাবার নিয়মিত খেলে। যে যতই বলুক, এমন কোনও খাবার নেই যা সরাসরি ওই ভাবে চর্বি গলিয়ে দিতে পারে। শরীরে জমা বাড়তি মেদ দূর করতে পারে একটিই হিসাব। আর তা হল দৈনন্দিন প্রয়োজনের থেকে কম ক্যালোরি খাওয়া। তাতেই বাড়তি ক্যালোরির জোগান পেতে শরীর জমে থাকা চর্বি ভাঙতে শুরু করবে। ওই পদ্ধতি নিয়ম করে মাস খানেক চালিয়ে যেতে পারলে দেখবেন ঝরঝরে হয়েছে শরীর। কিন্তু তার আগে দরকার হতাশা কাটানো। কারণ, যে খাবার গুলি ‘ম্যাজিক’-এর মতো ফ্যাট ঝরিয়ে দেবে ভেবে দিনের পর দিন ধরে খেয়ে চলেছেন, সেগুলি আসলে কী করছে, তা বুঝতে পারলে, ডায়েট সামলাতে সুবিধা হবে।
১. গ্রিন টি
অনেকেই মনে করেন দিনে কয়েক কাপ গ্রিন টি খেলেই শরীর থেকে চর্বি ঝরে যাবে। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে, গ্রিন টি-তে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ক্যাফিন শরীরকে দূষণমুক্ত করতে সাহায্য করতে পারে। বিপাকের হার সামান্য বাড়িয়ে দিতেও পারে। কিন্তু তা একা ওজন কমানোর জন্য যথেষ্ট নয়। বিশেষ করে বিরিয়ানি বা ফাস্ট ফুড খেয়ে এক কাপ গ্রিন টি পান করলে সেটি ক্যালোরি কমাতে কোনও কাজেই লাগবে না। গ্রিন টি-কে তাই ওজন কমানোর উপায় না ভেবে শরীরকে সুস্থ রাখার পানীয় ভাবলে হতাশা কম হবে।
২. মধু ও লেবুর জল
এ দেশে ওজন কমানোর টোটকা হিসাবে সকালে খালি পেটে মধু-লেবুর জল খাওয়ার চল বহু যুগ ধরে চলে আসছে। অনেকেই মনে করেন, এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ টেনে বের করে দিতে পারে, যা ওজন কমাতে সাহায্য করবে। আদতে তা নয়। লেবুতে ভিটামিন সি রয়েছে আর গরম জল শরীর আর্দ্র রাখে। এটি পেট পরিষ্কার করতে সাহায্য করতে পারে মাত্র। তবে বাজারচলতি অধিকাংশ মধুতে চিনি থাকে, যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। যদি সারাদিনের ক্যালোরি মেপে খেতে না পারেন, তবে শুধু লেবু-মধুর জল খেয়ে ওজন কমবে না।
৩. ওট্স
অনেকেই মনে করেন ওট্স খেলে ফ্যাট ঝরবে। বিষয়টি তেমন নয়। ওট্স মোটেই সরাসরি ফ্যাট ঝরাতে পারে না। বিশেষ করে বাজার চলতি বিভিন্ন স্বাদের ওট্স বা তা দিয়ে তৈরি মুজ়লিতে থাকে চিনি, অস্বাস্থ্যকর চর্বি। ওট্স বিস্কুটে পাম অয়েল এবং ময়দাও থাকে। ওট্সে আদতে ফাইবার বেশি থাকে, যা খাওয়ার পরে দীর্ঘ ক্ষণ পেট ভরিয়ে রাখে। ফলে তা বেশি খাবার খাওয়ার প্রবণতা কমায়। এটি নিজে খুব লো ক্যালোরি নয়। এর নিজস্ব কোনও ফ্যাট ঝরানোর ক্ষমতাও নেই। তাই সাধারণ ওট্স যদি চিনি বা দুধ দিয়ে নিয়মিত খান, তবে তাতে ওজন কমার বদলে বেড়ে যাবে।