Advertisement
E-Paper

ঘাড়-গলা ভরে যাচ্ছে আঁচিলে, বদল হচ্ছে রঙে, আকারেও বাড়ছে কি? সময় থাকতেই সতর্ক হওয়া জরুরি

ঘাড়, গলা ও কাঁধের কাছে আঁচিলে ভরে যাচ্ছে। সেগুলির আকারও বাড়ছে। তা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৯:১০
A mole may be a sign of skin cancer if it has irregular borders or an asymmetrical shape

আঁচিল না অন্য কিছু, কখন সতর্ক হবেন? ছবি: ফ্রিপিক।

অনেক দিন ধরেই ঘাড়ে, কাঁধের কাছে কালো ছোপের মতো হতে দেখছেন। সেটি আকারেও বাড়ছে। পরে দেখা গেল সেটা মাংসল, আঁচিলের মতো। প্রথমে ভেবেছিলেন হয়তো আঁচিল বা তিলের মতো কিছু। কিন্তু পরে রঙের বদল হতে শুরু করলে চিকিৎসকের গিয়ে জানতে পারলেন সামান্য আঁচিল নয়, মেলানোমার সূত্রপাত হয়ে গিয়েছে। মেলানোমা এক ধরনের ত্বকের ক্যানসার যা চুপিসাড়েই বাসা বাঁধে। সময় থাকতে সতর্ক হলে চিকিৎসায় তা নিয়ন্ত্রণে রাখাও সম্ভব।

শুধু মেলানোমাই নয়, রয়েছে আরও অনেক ধরনের ত্বকের ক্যানসার। প্রথম দিকে উপসর্গ দেখে হয়তো তা বোঝা যায় না। কিন্তু ঠিক সময়ে রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করলে তার নিরাময় সম্ভব।

আঁচিল কেন হয়?

হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের কারণে ত্বকের বাইরের স্তরে কিছু কোষের অতিরিক্ত বৃদ্ধি হলে আঁচিল তৈরি হয়। ডায়াবিটিসের শরীরে অতিরিক্ত আঁচিল গজায়। জিনগত কারণেও আঁচিল গতে পারে। হার্পিসের সমস্যা একবার হয়েছে, এমন রোগীরও পরবর্তী সময়ে ত্বকের নানা জায়গায় আঁচিল হতে পারে। শরীরে মেলানিনের উৎপাদন বেড়ে গেলে তার থেকেও আঁচিল হতে পারে। কারণ আরও আছে। দীর্ঘ সময় রোদে থাকলে, সূর্যের অতিবেগনি রশ্মি ত্বক পুড়িয়ে দেয়, তখন সেখানে আঁচিল হতে পারে।

আঁচিল কখন বিপজ্জনক?

অনেকের ত্বকেই তিল, আঁচিল, জড়ুল থাকে। তবে সেগুলি সারা জীবন একই আকারে থেকে যায়। তাতে খারাপ কিছু নেই। কিন্তু যদি খেয়াল করেন আঁচিলের আকার বৃদ্ধি পেতে শুরু করেছে, তার রঙেও বদল আসছে, তখন সাবধান হতে হবে।

আঁচিলের চারপাশে ব্যথা হলে, সেই স্থান থেকে রক্ত বা পুঁজ বেরোতে থাকলে, বুঝতে হবে বিষয়টি স্বাভাবিক নয়।

আঁচিল যদি ১০-১২ মিলিমিটারের বেশি বড় হয়ে যায়, তখন বুঝতে হবে সেখানকার কোষের অস্বাভাবিক ও অনিয়মিত বিভাজন হচ্ছে। তার মানে সেটি কেবলই আঁচিল নয়, ভিতরে ভিতরে ক্যানসার কোষের সংখ্যা বাড়তে শুরু করেছে।

আঁচিলের উপরের অংশ যদি উঁচু হয়ে যায় ও চারপাশে হালকা রঙের বলয় তৈরি হতে থাকে, তা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।

Mole Skin Cancer cancer awareness
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy