Advertisement
E-Paper

দ্বিতীয় বার গরম করা খাবার মুখে তোলেন না, দু’টি তেলে গা মাসাজ রোজ, মাধবনের আশ্চর্য নিয়মাবলি

শৈশবে মাধবনের পরিবার বাড়িতে ফ্রিজ রাখেনি। সে কারণেই রোজের রান্না করা টাটকা খাবার খাওয়ার অভ্যাস তাঁর। দ্বিতীয় বার গরম করা খাবার খান না। কিন্তু শুটিংয়ে গেলে কী করেন অভিনেতা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১২:৫৭
Actor R Madhavan shares his fitness secret from skincare, haircare to eating habits

আর মাধবনের দৈনন্দিন রুটিন। ছবি: সংগৃহীত।

৫৫ বছরের নায়ক মাধবন নিয়মশৃঙ্খলা মেনে জীবনযাপন করেন। কিন্তু তাঁর নিয়মের মধ্যে কোথাও কোনও জায়গা পায় না বাজারি পণ্য। ঘরোয়া, সাদামাঠা টোটকায় ত্বকের যত্ন, চুলের যত্ন, মনের যত্ন নেন তিনি। শরীরের যত্ন নেন কেবলই ঘরের খাবারে। তা-ও আবার নানা নিয়মে বাঁধা। ছোট থেকেই ঐতিহ্যবাহী যাপনে বিশ্বাসী তিনি। পরিবারের কাছে শিখেছেন। খুব সাধারণ মধ্যবিত্তের মতো রীতি-নীতি মেনে চলেন মাধবনরা।

সকালের সূর্যালোকে সিক্ত হতে ভালবাসেন দক্ষিণী সুপারস্টার। সকালের রোদে গল্‌ফ খেললে ত্বক টানটান হয়, বলিরেখা পড়ে না খুব দ্রুত। ফিলারের মতো কসমেটিক ট্রিটমেন্টের দ্বারস্থ হতে হয়নি তাঁকে। বরং নারকেল তেল দিয়েই ত্বকে ঔজ্জ্বল্য আনেন। ডাবের জল খেয়ে শরীর ও ত্বক জলপূর্ণ রাখেন। তেল মাসাজের মতো প্রথা মাধবনের পছন্দ। প্রতি রবিবার তিলের তেল দিয়ে সারা গা মালিশ করেন মাধবন। সপ্তাহের অন্যান্য দিন নারকেল তেল দিয়ে মাসাজ করেন। মাথাতেও মাখেন সে সব তেল।

মাধবন নিরামিষাশী। টাটকা ঘরে বানানো খাবার খান তিনি। দ্বিতীয় বার গরম করা খাবার খান না। শৈশবে তাঁর পরিবার বাড়িতে ফ্রিজ রাখেনি। সে কারণেই রোজের রান্না করা টাটকা খাবার খাওয়ার অভ্যাস তাঁর। প্যাকেটজাত খাবার এড়িয়ে চলেন ‘আপ জ্যায়সা কোই’-এর নায়ক। যা কিছু (সব্জি এবং ফল) মরশুমি নয়, তা ঘরে তোলেন না মাধবন। শুটিংয়ের জন্য বাইরে গেলে যাতে নিয়মভঙ্গ না হয়, তাই সঙ্গে থাকেন মাধবনের ব্যক্তিগত রাঁধুনী। রোজ ডাল, সব্জি, ভাত ইত্যাদি খাবার রেঁধে দেন নায়কের জন্য।

R Madhavan Celebrity Fitness Tips Healthy Lifestyle Tips Skincare Tips Hair Care Tips Celebrity diet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy