Advertisement
E-Paper

সাদা না কি লালচে ডিম, কে এগিয়ে পুষ্টিগুণে? কেনার সময়ে কী কী দেখে নেওয়া উচিত?

সাদা এবং লালচে ডিমের মধ্যে কোনটি বেছে নেওয়া উচিত, তা নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে। ডিমের খোসার রং কেন আলাদা হয়, তা-ও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৮:৫০
Between white and brown eggs, which one is healthier

সাদা ডিম এবং লালচে ডিমের মধ্যে কোনটি বেশি উপকারী? ছবি: সংগৃহীত।

বাজারে এখন নানা ধরনের ডিম পাওয়া যায়। সাদা রঙের বেড়া ডিঙিয়ে লালচে এবং খয়েরি রং ডিমের। এখন কোন ধরনের ডিমটি বেশি উপকারী তা নিয়ে নানা মতামত রয়েছে। কোনও কোনও ক্ষেত্রে রকমারি ডিম দেখে ক্রেতাও ধন্ধে ভোগেন। সাদা না কি লালচে— কোন ডিমটি তা হলে বেশি উপকারী?

আলাদা রং কেন

মজার বিষয়, ডিমের খোসার রং নির্ভর করে মুরগির উপর, পুষ্টি উপাদানের উপর নয়। নেপথ্যে রয়েছে মুরগির জিনগত বৈশিষ্ট। সাধারণত যে সমস্ত মুরগির সাদা বা হাল্কা রংয়ের পালক রয়েছে, তারা সাধারণত সাদা ডিম পাড়ে। অন্য দিকে গাঢ় রঙের পালক যুক্ত মুরগির ডিমের খোলসের রং হয় লালচে। তাই ডিমের খোসার রঙের উপর তার পুষ্টিগুণ নির্ভর করে না।

পুষ্টিগুণে কি পার্থক্য রয়েছে

গবেষণায় দেখা গিয়েছে, একই ওজনের সাদা এবং লালচে ডিমের মধ্যে প্রায় সম পরিমাণ প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং খনিজ উপাদান থাকে। কোনও কোনও ক্ষেত্রে লালচে ডিমের ওজন সাদা ডিমের তুলনায় বেশি হবে পারে। তবে তাতে পুষ্টিগুণে খুব বেশি পার্থক্য থাকে না। যেটুকু পার্থক্য থাকে, তা মূলত মুরগির প্রজাতি, প্রজনন, স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে।

কোনটি কেনা উচিত

সাদা বা লালচে— উভয় প্রকারের ডিমই কেনা যায়। রংয়ের পরিবর্তে সেই ডিমটি কী ভাবে উৎপন্ন হয়েছে, তা বেশি গুরুত্বপূর্ণ। ডিমটি কোনও রাসায়নিক ছাড়া জৈব পদ্ধতিতে তৈরি হয়েছে কি না বা ডিমটি টাটকা কি না, কেনার সময়ে তা দেখে নেওয়া উচিত।

Eggs Brown Eggs Egg Price Egg shell Health Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy