সারা দিন কিছু ক্ষণ অন্তর জল খেতে বলা হয়। তাতে শরীর সতেজ থাকে। ভিতরের বহু দূষিত পদার্থ থেকেও মুক্তি পেতে সাহায্য করে। কিন্তু অনেকেই তেমন নিয়ম করে জল খান না। হয়তো জল নিয়ে বেরোতে ভুলে গেলেন। কিংবা কাজের চাপে জল খাওয়ার কথা খেয়ালই রইল না। অথবা সময় পেলেন না। কেউ বা বার বার শৌচালয়ে ছুটতে যাওয়ার চিন্তায় জল খান না। অনেক ক্ষণ পর গলা যখন শুকিয়ে একেবারে কাঠ, তখন জল খেলেন। দিনের পর দিন এমন চললে কী হয়? শরীর তো ভিতর থেকে শুকিয়ে যায়ই। তার সঙ্গে আরও সমস্যা আছে। ওজন বেড়ে যাওয়ার আশঙ্কাও বাড়ে।