২০১৯ সাল নাগাদ গোটা বিশ্বের কাছে এক নয়া ত্রাস হিসাবে আত্মপ্রকাশ করে করোনা ভাইরাস। করোনার ডেল্টা প্রজাতির আঘাতে কার্যত শুরু হয় মৃত্যু মিছিল। এই বহুরূপী করোনা ২০২১ শেষ দিকে ফের বদলায় রূপ। আসে নয়া প্রজাতির ওমিক্রন। দেশ জুড়ে ফের ফিরে আসে করোনা আবহে। দৈনিক সংক্রমণের হার বাড়তে থাকে তড়িৎ গতিতে। তাহলে ডেল্টা ভাইরাসের চেয়ে ওমিক্রন কি বেশি সক্রিয়? আনন্দবাজার অনলাইনের ফেসবুক এবং ইউটিউব লাইভের ‘ভরসা থাকুক’ অনুষ্ঠানে এই বিষয়টি স্পষ্ট করলেন আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ের অতিমারি গবেষক ভ্রমর মুখোপাধ্যায়।