মাস্ক তো সকলেরই এখন আছে। অনেক সময়ে পরেনও। কেউ বাইরে বেরোনো মাত্রই মুখে মাস্ক দেন, কেউ বা সেটি মাঝেমাঝে ব্যবহার করেন। অনেকেই বলবেন, মাস্কে ভরসা আর রাখা যাচ্ছে না। তা ব্যবহার করার পরও করোনা আক্রান্ত হতে হল। কিন্তু চিকিৎসকরা তবু মনে করাচ্ছেন, মাস্ক ছাড়া গতি নেই।
তবে কার অভিজ্ঞতায় ভরসা রাখা ঠিক? যাঁদের মাস্ক ব্যবহার করার পরও কোভিড হল, নাকি সেই চিকিৎসকদের, যাঁরা এখনও মাস্কেই জোর দিচ্ছেন?
আনন্দবাজার অনলাইনের ‘ভরসা থাকুক’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন ফুসফুসের রোগের চিকিৎসক সুস্মিতা রায়চৌধুরী। সেখানেই মাস্ক ব্যবহার সংক্রান্ত কিছু ধারণা নিয়ে কথা বললেন তিনি। চিকিৎসকের বক্তব্য, করোনার বিরুদ্ধে লড়াইয়ে মাস্কের কোনও বিকল্প হয় না।