বিয়ের তারিখ ঠিক হওয়ার পরের দিন থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি পর্ব। হবু কনে যে বিষয়টি নিয়ে বেশি ভাবেন, তা হল রূপচর্চা। সকলেই চান বিয়ের দিন যাতে দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। তার জন্য প্রস্তুতি নিতে হবে আগে থেকেই। বিয়ের আগের দিন একটা ফেশিয়াল করে নিলেই জেল্লা চলে আসবে, এ ধারণা ভুল। অনেকে আবার নানা রকম প্রসাধনী কিনে ব্যবহার করা শুরু করেন। এতে অনেক সময়েই ত্বকে র্যাশ বেরিয়ে যায়, ব্রণর সমস্যা দেখা দেয়। এমন হলে বিপত্তি বাড়ে। তাই রূপচর্চা এমন ভাবে করতে হবে, যাতে ভিতর থেকে ত্বক সতেজ ও জেল্লাদার লাগে। সামান্য মেকআপেই হয়ে উঠতে পারেন মোহময়ী।
বিয়ের আগে কী ভাবে রূপচর্চা করবেন
ত্বক পরিষ্কার
রোজ শুরুটা করুন ত্বক পরিষ্কার করা দিয়ে। আগে জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন। বাইরে বেরোলে তো বটেই, সারা দিন বাড়িতে থাকলেও কিন্তু ত্বকে তেল, ঘাম ইত্যাদি জমা হয়। আর যদি মেকআপ করেন, তা হলে সেটা তোলাও জরুরি। প্রথমে তুলোয় করে মেকআপ রিমুভার নিয়ে ভাল ভাবে মেকআপ তুলে নিন। নাকের দু’পাশ, চোখের তলা ভাল করে মুছবেন। তার পর সামান্য অলিভ তেল নিয়ে মুখে মাসাজ করুন। যাঁরা রোজ বাইরে বেরোচ্ছেন, তাঁদের দিনে অন্তত দু’বার ফেসওয়াশ ব্যবহার করা জরুরি।
স্ক্রাবিং করা
নিয়মিত ত্বকের এক্সফোলিয়েশন জরুরি। তার জন্য ঘরোয়া উপকরণই ব্যবহার করুন। একটি বাটিতে ২ চামচ ওট্স, এক চামচ দুধ, তার মধ্যে ১ চামচ কফির গুঁড়ো, ৪-৫ ফোঁটা মধু দিয়ে ভাল করে মিশিয়ে সারা শরীরে মাখুন। মিনিট ১৫ রেখে ধুয়ে নিলেই গা-হাত-পা ঝকঝকে দেখাবে।
আরও পড়ুন:
সমপরিমাণ মধু এবং কফি নিন। অর্থাৎ, ২ চামচ মধু নিন, কফিও নিতে হবে ২ চামচ। তার সঙ্গে ১ চা-চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। তার পরে ত্বকে মালিশ করুন। মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন। এই স্ক্রাব খুব তাড়াতাড়ি মৃত কোষ দূর করে। ত্বক পেলব ও উজ্জ্বল দেখাবে।
ফেসপ্যাক
যদি সময় থাকে তা হলে ঘুমোনোর আগে ফেসপ্যাক লাগিয়ে নিতে পারেন। এ ক্ষেত্রে ঘরোয়া উপকরণেই ফেসপ্যাক তৈরি করে ফেলুন। ছোট একটি পাত্রে পাকা কলা চটকে, তার সঙ্গে দই ভাল করে মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণ মুখে মেখে রাখুন মিনিট পনেরো। ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের শুষ্ক ভাব দূর করার পাশাপাশি জেল্লাও বাড়িয়ে তুলবে।
হবু কনেরা কী ভাবে ত্বকের যত্ন নেবেন, রইল পদ্ধতি। ছবি: ফ্রিপিক।
ত্বকে যদি দাগছোপ বেশি থাকে, তা হলে অ্যালো ভেরার ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। কাঁচা হলুদ বেটে তার সঙ্গে এক থেকে দু’চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে মুখে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন করলেই জেল্লা ফিরে আসবে।
টোনার
ত্বকে নিয়মিত টোনার ব্যবহার করলে দেখবেন ব্রণ, ফুসকুড়ি, র্যাশের সমস্যা দূর হবে। টম্যাটোর টোনার ব্যবহার করে দেখুন। একটি টম্যাটো পিষে রস বার করে নিন। এতে তিন চামচ জল মিশিয়ে দিন। অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিন সি সমৃদ্ধ এই টোনার ত্বকের বহু সমস্যার সঙ্গে মোকাবিলা করতে পারে।
ময়েশ্চারাইজ়ার
ত্বক নরম ও মসৃণ দেখাতে নিয়মিত ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে হবে। ত্বক তৈলাক্ত হলে ভিটামিন সি, সেরামাইড রয়েছে এমন ময়েশ্চারাইজ়ার বেছে নিতে পারেন। শুষ্ক ত্বকে আর্দ্রতা ধরে রাখার জন্য একটু ঘন, ক্রিম জাতীয় ময়েশ্চারাইজ়ার ভাল। স্পর্শকাতর ত্বকের জন্য অ্যালো ভেরা, ক্যামোমাইল রয়েছে এমন ময়েশ্চারাইজ়ার কার্যকর হবে।