সকালে অফিসে বেরোনোর তাড়ায় অনেকেই অধিকাংশ দিনই প্রাতরাশে পাউরুটি খেয়ে নেন। ডিম-পাউরুটি হোক মাখন-পাউরুটি— ব্যস্ততার মধ্যে পেট ভরাতে পাউরুটিই ভরসা। তবে রোজকার এই পাউরুটি খাওয়ার অভ্যাস ডেকে আনতে পারে বিপদ। শরীরের নানা সমস্যা হতে পারে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেচেন মেল তাঁর একটি গবেষণায় দাবি করেছেন, দীর্ঘ দিন ধরে নিয়মিত পাউরুটি খাওয়া শরীরের পক্ষে মোটেই উপকারী নয়। শরীরে, বিশেষ করে মস্তিষ্কের উপর এর বেশি প্রভাব পড়ে। পাউরুটিতে থাকা টাইটেনিয়াম অক্সাইড শরীরে গেলে মস্তিষ্কে ক্ষতি হতে পারে।