সাম্প্রতিক করোনা-স্ফীতিতে আগের দু’বারের তুলনায় শারীরিক উপসর্গগুলি কম সক্রিয়, তবে অনেক বেশি সংক্রামক। ছড়াচ্ছে দ্রুত। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩৮৫ জন। মহানগরীতে সেই সংখ্যাটা ১৮৭৯ জন।
চিকিৎসকরা এই পরিস্থিতিতে বারেবারেই সব রকম সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। জমায়েত এড়াতে সরকারি তরফেও কিছু কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে।
তবে এই কোভিড পরিস্থিতি সব রকম সুরক্ষাবিধি মেনে চলার পাশাপাশি সুস্থ থাকতে আপনার প্রাত্যহিক জীবনযাপনেও আনতে পারেন কিছু বদল। এই উদ্বেগজনক পরিস্থিতিতে মানসিক স্থিরতা এবং শান্ত থাকাটা সবচেয়ে জরুরি।