ব্রণর সমস্যায় জর্জরিত অনেকেই। শুধু মহিলারা নন, ব্রণ নিয়ে অস্বস্তিতে থাকেন পুরুষরাও। বিশেষ করে গরমকালে ব্রণর প্রকোপ যেন আরও বেশি করে বৃদ্ধি পায়। ধুলোবালি, অতিরিক্ত দূষণ, বাইরের খাবার খাওয়ার প্রবণতা, পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়ার মতো কয়েকটি কারণে মুখের ত্বকে দেখা দেয় ব্রণ। তবে শুধু মুখ নয়, পিঠেও দেখা দিতে পারে ব্রণ। অনেকেই পিঠের ব্রণ নিয়ে নাজেহাল হয়ে পড়েন। চর্মরোগ বিশেষজ্ঞ বলছেন, মুখে ব্রণ সারা বছর দেখা গেলেও, গ্রীষ্মকালেই মূলত পিঠে ব্রণর সমস্যা দেখা দেয়। পিঠের ব্রণ অত্যন্ত অস্বস্তিকর। পোশাকের আচ্ছাদনে পিঠ আরও বেশি ঘেমে ওঠে। ত্বক তৈলাক্ত হয়ে যায়।