সুন্দর চোখ মানে কেবল কাজল-কালো চোখ নয়, চোখের স্বাস্থ্যও এখানে সমান ভাবে গুরুত্বপূর্ণ। যদি সাজগোজের সঙ্গী কাজলই আপনার চোখের বিপদ ডেকে আনে, তা হলে, সেই চোখ সুন্দর থাকবে কী ভাবে? আর বর্ষায় সেই ঝুঁকি আরও বেড়ে যায়। অনেকের কাছেই কাজল রোজের সাজের অপরিহার্য অংশ। তবে এই সময় ভিজে আবহাওয়া আর অস্বস্তি চোখকে সংবেদনশীল করে তোলে। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, বর্ষায় কাজল পরা কি নিরাপদ?
কাজল নিজে সব সময় ক্ষতিকর নয়, তবে সঠিক ভাবে ব্যবহার না করলে এটি চোখের স্বাস্থ্যহানির কারণ হয়ে উঠতে পারে। বিশেষ করে বাজারে যে সব সস্তা, উপাদানের বিবরণহীন কাজল পাওয়া যায়, তার অনেকগুলিই যথেষ্ট নিরাপদ নয়। ফলে তাতে থাকা রাসায়নিক উপাদান চোখে জ্বালা, অ্যালার্জি বা সংক্রমণের কারণ হতে পারে।
কাজলের স্টিক বা বাটিতে ব্যাক্টেরিয়া এবং ছত্রাক তৈরি হয়ে যেতে পারে। ছবি: সংগৃহীত।
কী কী বিষয় খেয়াল রাখা জরুরি
বর্ষা এমনিতেই ব্যাক্টেরিয়ার বাসা বাঁধার জন্য উপযুক্ত সময়। এ সময়ে কনজাঙ্কটিভাইটিস, কর্নিয়ার আলসারের মতো সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। বর্ষায় ধুলোবালি আর আর্দ্রতার কারণে চোখ সহজেই সংক্রমিত হয়। তাই যে কোনও কাজল ব্যবহার করার আগে অবশ্যই তার উপাদান সম্পর্কে সচেতন থাকা উচিত। কেবল ব্র্যান্ডের নাম দেখে নয়, বরং চোখের জন্য তা ‘ডার্মাটোলজিক্যালি টেস্টেড’ কি না, দেখে নেওয়া উচিত। তা ছাড়া কাজলের স্টিক বা বাটিতে ব্যাক্টেরিয়া এবং ছত্রাক তৈরি হয়ে যায়। সেটি চোখে পরার সঙ্গে সঙ্গেই সংক্রমণ ঘটে যেতে পারে। উপরন্তু অন্যের কাজল ব্যবহার করা বা নিজের কাজল অন্যকে দেওয়াও নিরাপদ নয়। এতে সংক্রমণ আরও বাড়তে পারে। এ ছাড়া অনেকেই চোখের ভিতরের পাতায় কাজল দেন, যা ঝুঁকিপূর্ণ। এতে কাজলের কণা সহজেই কর্নিয়ার সংস্পর্শে এসে প্রদাহ বা সংক্রমণ ঘটাতে পারে। বর্ষার আবহাওয়ায় এই ঝুঁকি আরও বাড়ে।
কী ভাবে কাজল ব্যবহার করবেন
· সব সময় পরিষ্কার হাতে কাজল লাগানো উচিত।
· নিজের কাজলই কেবল পরবেন, অন্যের সঙ্গে ভাগাভাগি করবেন না।
· দিনের শেষে চোখ থেকে কাজল অবশ্যই তুলে ফেলতে হবে।
· সংক্রমণ ঘটলে বা চোখ লাল হয়ে গেলে কিছু দিনের জন্য কাজল ব্যবহার বন্ধ রাখা ভাল।
· কাজল চোখকে যেমন আকর্ষণীয় করে তোলে, তেমনই সঠিক যত্ন না নিলে, চোখের স্বাস্থ্যের ক্ষতিও করতে পারে। তাই সৌন্দর্যের সঙ্গে সঙ্গে নিরাপত্তার দিকেও সমান মনোযোগ দেওয়া জরুরি।
· স্টিক বা বাটি, যা-ই ব্যবহার করুন না কেন, পরার আগে স্যানিটাইজ় করে নেওয়া উচিত।
· স্টিক হলে বার বার ছুলে নেওয়া ভাল। পেন্সিলের ভোঁতা মুখে দিনের পর দিন ব্যাক্টেরিয়া জমে যেতে পারে।