চশমার পরিবর্তে কনট্যাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে একাধিক সুবিধা রয়েছে। কিন্তু বর্ষাকালে কনট্যাক্স লেন্স ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। কারণ, বছরের এই সময়ে সহজেই বিভিন্ন রোগের সংক্রমণ ঘটে। তার মধ্যে চোখ অন্যতম। চোখের সুরক্ষায় কয়েকটি পরামর্শ খেয়াল রাখা উচিত।
আরও পড়ুন:
১) বৃষ্টির জল থেকে দূরে: বর্ষার সময়ে রাস্তায় কনট্যাক্ট লেন্স পরা উচিত নয়। কারণ বৃষ্টির জলে বাতাসের ধূলিকণা জমে থাকতে পারে। তাই কনট্যাক্ট লেন্স বৃষ্টির জলের সংস্পর্শে এলে তা দ্রুত খুলে ফেলা উচিত। চোখ ভাল করে ধুয়ে নিয়ে তার পর নতুন কনট্যাক্ট লেন্স পরা উচিত।
২) লেন্সে আঙুল নয়: বর্ষাকালে লেন্স পরা বা খোলার আগে ভাল করে হাত ধুয়ে নেওয়া উচিত। তার পর হাত শুকিয়ে লেন্স পরা উচিত। কারণ, হাতের আঙুলের আর্দ্রতা অনেক সময়েই লেন্সে ক্ষতিকারক জীবাণুর সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে।
৩) পুরনো নয়: লেন্স ভাল রাখতে একটি বিশেষ ধরনের তরলের মধ্যে লেন্সকে রাখা হয়। প্রত্যেক বার যেন নতুন তরলের মধ্যে লেন্স রাখা হয়, তা খেয়াল রাখতে হবে। তরলটি বহু বার ব্যবহৃত হলে তা থেকে সহজেই চোখে সংক্রমণ ঘটতে পড়তে পারে।
৪) পরিচ্ছন্নতা: লেন্স যে গোলাকার ছোট্ট কৌটোয় রাখা হয়, তা যেন প্রতি দিন পরিষ্কার করা হয়। প্রতি তিন মাস অন্তর এই বিশেষ কৌটোটিকে বদলে ফেলা উচিত।
৫) চোখ জ্বালা: লেন্স ব্যবহার করার সময়ে যদি চোখে জ্বালা অনুভব করেন বা চোখ লাল হয়, তা হলে তৎক্ষণাৎ সেই লেন্সের ব্যবহার বন্ধ করা উচিত। অনেক সময় এই ধরনের লক্ষণ কোনও সংক্রমণের আগাম ইঙ্গিত হতে পারে।