‘পরম সুন্দরী’ গানের ছন্দে তাঁর অনবদ্য নাচের জন্য ইতিমধ্যেই ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন। নাচ ও অভিনয় দক্ষতার পাশাপাশি কৃতির রূপেও মশগুল ভক্তমহল। তাঁর নজরকাড়া ফিটনেস দেখেও অনুপ্রণিত হন নেটাগরিকরা। ভক্তদের সঙ্গে কৃতি প্রায়শই ভাগ করে নেন নিজের ফিটনেস-রুটিন।
শরীরচর্চা মানেই কি কঠোর পরিশ্রম? বার বার জিমে গিয়ে নাম লিখিয়েও পরিশ্রমের ভয়ে দিনদুয়েক জিম করেই আর যেতে ইচ্ছে করে না? অনেকেই আবার অজুহাত দেন সময়ের অভাবের। সম্ভবত তাঁদের বার্তা দিতেই সম্প্রতি কৃতি নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন তাঁর শরীরচর্চার একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতেই কৃতি প্রমাণ করেছেন, ইচ্ছে থাকলেই উপায় হয়! জিমে গিয়েই শরীরচর্চা করতে হবে, তার কোনও মানে নেই। জিমের বাইরেও ব্যায়াম করা সম্ভব। চাই শুধু অনুশাসন।