Advertisement
E-Paper

৯ মাসে ১৮ কেজি কমিয়েছেন মাধুরীর চিকিৎসক স্বামী শ্রীরাম নেনে, কী খেয়ে ওজন ঝরল তাঁর?

শরীর ভাল রাখার খুঁটিনাটি দিয়ে প্রায়ই ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করেন শ্রীরাম নেনে। ডায়েট নিয়েও নানা সচেতনতামূলক তথ্য দেন তিনি। নেনে জানিয়েছেন, এ বার নিজের উপর পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন। কী খেয়েছিলেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৫:৩৫
Madhuri Dixit\\\\\\\'s husband Dr Shriram Nene says that he lost 18 kg followig Vegan Diet

নিজের উপর পরীক্ষা করে কী দেখলেন নেনে, কী খেলে কমবে ওজন? ফাইল চিত্র।

৯ থেকে ১০ মাসের মধ্যে ১৮ কেজি ওজন কমিয়ে ফেলেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের চিকিৎসক স্বামী শ্রীরাম নেনে। ওজন কমানো শুধু নয়, তাঁর কোলেস্টেরল-ট্রাইগ্লিসারাইড সব কিছুই নিয়ন্ত্রণে চলে এসেছে। শ্রীরাম নেনে বরাবরই স্বাস্থ্যসচেতন। শরীর ভাল রাখার খুঁটিনাটি দিয়ে প্রায়ই ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেখানে হার্টের স্বাস্থ্য ভাল রাখার নিয়ম, ডায়েট নিয়ে নানা তথ্যও থাকে। নেনে জানিয়েছেন, নিজের উপর প্রয়োগ করে দেখছেন খাদ্যাভ্যাস ঠিক কেমন হলে দ্রুত ওজন কমানো যায়।

বেশি ক্যালোরিযুক্ত খাবার খাননি। প্রাণিজ প্রোটিন একেবারেই বাদ দিয়েছেন। দুগ্ধজাত খাবারও ছেঁটে ফেলেছিলেন ডায়েট থেকে। পুরোপুরি ভিগান ডায়েট মেনেই এত তাড়াতাড়ি ওজন কমিয়েছেন বলে জানান শ্রীরাম নেনে। তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষা করানোর পরেই চোখ কপালে ওঠে। রিপোর্ট খুব একটা ভাল আসেনি। নানা রকম সমস্যা ধরা পড়ে। পাশাপাশি তাঁর শরীরে মেদও জমছিল। তাই সঙ্গে সঙ্গেই নিজের খাদ্যাভ্যাস বদলের কথা ভাবেন।

নেনের কথায়, প্রাণিজ প্রোটিন যেমন বন্ধ করেছেন, তেমনই মদ্যপানও ছেড়ে দিয়েছেন। আর তাতেই তাঁর শরীরের ১৬ শতাংশ মেদ ঝরে গিয়েছে বলে দাবি করেছেন তিনি। জানিয়েছেন, তাঁর বাবা ৫৫ বছর বয়স থেকে ডায়াবেটিক। খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রেখে ৮৬ বছর বয়সেও তিনি ফিট। ডায়াবিটিস-জনিত কোনও অসুখই ধরেনি তাঁর।

এখন কথা হল, ওজন কমানোর জন্য ভিগান ডায়েট কি সত্যিই কার্যকরী? সকলেই কি এমন ডায়েট করতে পারেন?

‘ভিগান’ খাদ্যাভ্যাস একটি স্বতন্ত্র জীবনশৈলী। মাছ, মাংস তো বটেই, ডিম বা দুগ্ধজাত কোনও খাবারও খাওয়া যায় না এই খাদ্যাভ্যাসে। এ দেশে ভিগান খাদ্যাভ্যাস ক্রমশই জনপ্রিয় হচ্ছে। আলিয়া ভট্ট, কঙ্গনা রনৌত, সোনম কপূর, অমিতাভ বচ্চন, রীতেশ দেশমুখের মতো অনেক তারকাই এমন খাদ্যাভ্যাসে অভ্যস্ত। ভিগান ডায়ট করলে অনেক নিয়ম মেনে চলতে হয়। যেহেতু প্রাণিজ প্রোটিন ও দুগ্ধজাত খাবার একেবারেই বর্জন করা হয়, তাই ডায়েটে এমন খাবার রাখতেই হবে, যাতে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও সব রকম ভিটামিনের চাহিদা পূরণ হয়। এমনই জানাচ্ছেন পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী। ভিগান ডায়েটেও কিন্তু ভুল খাবার বাছলে ওজন বাড়তে পারে।

পুষ্টিবিদের মতে, মাছ, মাংস, ডিম যেহেতু খাচ্ছেন না, তাই ডাল, বাদাম, সয়াবিন, বিন্‌স খেতে হবে পরিমাণমতো। শরীরে আয়রনের মাত্রা ঠিক রাখার জন্য কাবলি ছোলা, পালংশাক, কুমড়োর বীজ ডায়েটে রাখতে হবে। খেতে হবে ভিটামিন সি-যুক্ত ফল। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ঘাটতি যাতে না হয়, সে জন্য তিসির বীজ, আখরোট, চিয়া বীজ, কাঠবাদাম খেতে হবে নিয়মিত। ঘি-এর মধ্যেও প্রচুর পরিমাণে ওমেগা-৩ থাকে। ম্যাগনেশিয়ামের জন্য কলা, পালংশাক রাখতেই হবে ডায়েটে। দেখতে হবে যাতে ভিটামিন বি-১২ এর ঘাটতি না হয়, তা হলেই শরীরের জোর কমবে। সে জন্য ছোলা, বিট, শুকনো কুমড়োর বীজ, পেস্তা, খেজুর— এই জাতীয় খাবার রাখতে হবে ডায়েটে।

Madhuri Dixit Vegan Diet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy