অনেক সুরাপ্রেমীদের পছন্দের পানীয় ওয়াইন। সারা দিনের কর্মব্যস্ততার পর রাতে অনেকেই এক গ্লাস ওয়াইন দিয়ে ক্লান্তি দূর করেন। ওয়াইন খেলে হৃদ্রোগের ঝুঁকি কমে। লাল ওয়াইনের ‘রেসভেরাট্রল’ খারাপ কোলেস্টেরল কমিয়ে ভাল কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করে। ফলে নিয়ন্ত্রণে থাকে উচ্চ রক্তচাপের সমস্যা। লাল ওয়াইনে থাকে ‘পলিফেনল’ যা বয়সের ছাপ পড়তে দেয় না শরীরে।
তবে জানেন কি, শরীরে প্রতিদিনের যে পরিমাণ শর্করার চাহিদা রয়েছে তা মাত্র দু’ গ্লাস ওয়াইনই পূরণ করে দেয়। অ্যালকোহল হেলথ অ্যালায়েন্স ইউকে-র একটি নতুন প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। একটা গোটা ডোনাটের থেকেও শরীরের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে মাত্র দু’ গ্লাস ওয়াইন।