Advertisement
১৪ অক্টোবর ২০২৪
Bone Cancer

ঘুম থেকে উঠেই হাড়ে যন্ত্রণা হচ্ছে? শরীরে ক্যানসার বাসা বাঁধল না তো

হাড়ে ব্যথা অনুভব করলে অনেকেই মনে করেন হয়েতো কোনও আঘাত লাগার কারণে এমনটা হচ্ছে। কোন লক্ষণ দেখলে ক্যানসার নিয়ে সতর্ক হবেন?

হাড়ে ব্যথা অনুভব করলে অনেকেই মনে করেন হয়েতো কোনও আঘাত লাগার কারণে এমনটা হচ্ছে।

হাড়ে ব্যথা অনুভব করলে অনেকেই মনে করেন হয়েতো কোনও আঘাত লাগার কারণে এমনটা হচ্ছে। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ০৭:৩২
Share: Save:

ক্যানসারের নাম শুনলেই মানুষের মনে আতঙ্ক জাগে। অন্যান্য ক্যানসারের লক্ষণ সম্পর্কে অনেকেরই কমবেশি ধারণা থাকলেও হাড়ের ক্যানসারের সঙ্গে আমরা ততটাও পরিচিত নই। হাড়ে ব্যথা অনুভব করলে অনেকেই মনে করেন হয়েতো কোনও আঘাত লাগার কারণে এমনটা হচ্ছে। প্রাথমিক ভাবে এই রোগের সঙ্গে হাড়ের অন্যান্য রোগকে মিশিয়ে ফেলেন মানুষ। চিকিৎসকদের মতে, যত দ্রুত এই ক্যানসারের চিকিৎসা শুরু করা যায়, সুস্থ হয়ে ওঠার আশা ততটাই বেশি।

আর্থ্রাইটিসের সমস্যা থাকলে হাত-পা নড়াতে সমস্যা হয়।

আর্থ্রাইটিসের সমস্যা থাকলে হাত-পা নড়াতে সমস্যা হয়। প্রতীকী ছবি।

হাড়ের ক্যানসারের লক্ষণ কী?

১) হাড়ে ক্যানসার বাসা বাঁধলে হাড় দুর্বল হয়ে যায়। সামান্য আঘাতেই হয়ে যায় ফ্র্যাকচার। সামান্য চোট-আঘাতেই হাড়ে ফাটল ধরে। আপনারও এমন সমস্যা দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

২) এই ক্যানসারের ক্ষেত্রে হাড়ের ব্যথা হয় সাংঘাতিক। কোনও চোট-আঘাত না পাওয়া সত্ত্বেও হাড়ে অসহ্য যন্ত্রণা হওয়ার পাশাপাশি যদি ব্যথা হওয়ার স্থান অনেকটা ফুলে যায়, তা হলে এটি সাধারণ হাড়ের সমস্যা না-ও হতে পারে। দীর্ঘ দিন ধরে শরীরের কোনও অংশে ফোলা ভাব থাকলে তা উপেক্ষা করবেন না।

৩) হঠাৎ শরীরের কোনও অংশ অবশ হতে শুরু করলে সতর্ক হতে হবে। কারণ এই সমস্যার পিছনেও হতে পারে ক্যানসারের ঝুঁকি।

৪) আর্থ্রাইটিসের সমস্যা থাকলে হাত-পা নড়াতে সমস্যা হয়। গাঁটে গাঁটে যন্ত্রণা হলে ফেলে রাখবেন না, চিকিৎসকের পরামর্শ নিন। সব সময়ে হাত-পা নড়াতে না পারার সঙ্গে আর্থ্রাইটিসকে যোগ করবেন না। এটি হতেই পারে হাড়ের ক্যানসারের লক্ষণ। তাই সাবধান থাকুন।

অন্য বিষয়গুলি:

Bone Cancer Health Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE