Advertisement
E-Paper

ভাতের পাতে কাঁচা নুন খাওয়ার অভ্যাস? এমন বিকল্প বেছে নিন যাতে ইচ্ছেও মিটবে, রক্তচাপও বাড়বে না

এক জন প্রাপ্ত বয়স্ক সারা দিনে ২-৫ গ্রাম নুন খেলে তাতে বিশেষ ক্ষতি নেই। কিন্তু ৫ গ্রাম বেশি নুন খেলেই গন্ডগোল। তা হলে উপায়? নুনের বদলে কী কী খাবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৭
Smart ways to satisfy your salt cravings without raising blood pressure

কাঁচা নুন খাওয়ার ইচ্ছা কমবে যদি থাকে এইসব স্বাস্থ্যকর বিকল্প। ছবি: এআই।

নুন ছাড়া নাকি রান্নার গুণ গাওয়া যায় না! আর কোনও খাবারে নুন যদি কম হয়, সেই খাবার তো মুখেই তোলা যায় না। কাঁচা নুন খাওয়ার অভ্যাস অনেকেরই। ভাতের পাতে এক চিমটে হলেও কাঁচা নুন চাই-ই চাই। রান্নায় নুন কম না হলেও, কাঁচা নুন মেখে খেতেই হবে। এ দিকে রক্তচাপের পাল্লা যদি বেশির দিকে হয়, তা হলেই মুশকিল। ইচ্ছে দমিয়ে রাখবেন, না কি এক-আধ দিন অনিয়ম করেই ফেলবেন, তা নিয়ে মাথা ঘামাতেই সময় চলে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাই (হু) অনেক দিন আগেই বেঁধে দিয়েছে নুন খাওয়ার নিরাপদ মাত্রা। এক জন প্রাপ্তবয়স্ক মানুষ সারা দিনে ২-৫ গ্রাম নুন খেলে তাতে বিশেষ ক্ষতি নেই। কিন্তু ৫ গ্রামের বেশি নুন খেলেই গন্ডগোল। তা হলে উপায়?

রান্নার সময়ে বলে তো নয়, সারা দিনে যা যা খাওয়া হয়, তার বেশির ভাগটাই জুড়ে থাকে নুন দেওয়া খাবার। ভাজাভুজি, চিপ্‌স, প্যাকেটজাত খাবার, প্রক্রিয়াজাত খাবার, সবই নুনে মাখামাখি। খেয়াল করে দেখবেন, মিষ্টি খাওয়ার যেমন অদম্য বাসনা জাগে তেমনই নুন দেওয়া বা নোনতা খাবার খাওয়ারও সাধ হয়। একে বলে ‘সল্ট ক্রেভিং’ যা ক্ষেত্রবিশেষে ‘সুগার ক্রেভিং’-এর চেয়েও বেশি। নিয়ম না মেনে যদি এই ইচ্ছা রোজ পূরণ করতে থাকেন, তা হলে শরীরে সোডিয়ামের মাত্রা বিপদসীমা ছাড়িয়ে যাবে। তখন কেবল যে রক্তচাপ বাড়বে তা নয়, থাইরয়েড, পাকস্থলীর ক্যানসার, অস্টিয়োপোরোসিস, এমনকি, স্থূলত্বের মতো সমস্যাও বাসা বাঁধবে। তাই নুন খাওয়ার ইচ্ছা হলে, তাতে লাগাম পরান। বদলে বেছে নিন নুনের কিছু স্বাস্থ্যকর বিকল্প, যা খেলে নুন খাওয়ার ইচ্ছাই আর হবে না।

সল্ট ক্রেভিং কমাতে রইল কিছু বিকল্পের খোঁজ

নানা রকম হার্বস ও মশলা

নিরামিষ বা আমিষ যা-ই খান, তাতে নুন কম দিয়ে বদলে গার্লিক পাউডার ব্যবহার করতে পারেন। নুনের ভাল বিকল্প হতে পারে হার্বস ও কয়েক রকম মশলা। যেমন, ভাজাভুজিতে নুন বেশি না দিয়ে গোলমরিচ ও চিলি ফ্লেক্‌স ছড়িয়ে দিন। তাতে স্বাদও হবে এবং নুন খাওয়ার ইচ্ছাও কমবে। রান্না সুস্বাদু করতে হলুদ, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো ব্যবহার করুন। ‘সল্ট ক্রেভিং’ খুব বেশি হলে চিলি পেপার ব্যবহার করে দেখতে পারেন। তা ছাড়া ধনেপাতা, কারিপাতা, থাইম ব্যবহার করেও দেখতে পারেন।

লেবুর রস

নুনের আরও এক স্বাস্থ্যকর বিকল্প হতে পারে লেবুর রস। পাতিলেবুর রস, কমলার রস রান্নায় ব্যবহার করতে পারলে তার স্বাদও বাড়বে। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড, খাবারে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখে।

ভিনিগার

ফ্রুট স্যালাড হোক বা সতে করা সব্জি, তাতে নুন না দিয়ে অল্প করে অ্যাপল সাইডার ভিনিগার দিতে পারেন। ভিনিগারের অম্ল স্বাদ নুন খাওয়ার ইচ্ছা কমিয়ে দেবে। অ্যাপল সাইডার ভিনিগারে পর্যাপ্ত পরিমাণে অ্যাসেটিক অ্যাসিড ও অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা অন্ত্রের খারাপ ব্যাক্টেরিয়া নষ্ট করতে পারে।

রোস্টেড বাদাম

কাজুবাদাম, কাঠবাদাম, আখরোট শুকনো খোলায় হালকা করে নেড়ে নিন। রোস্টেড বাদাম নুন খাওয়ার ইচ্ছা কমিয়ে দেবে অনেকটাই। তবে তা বাড়িতে তৈরি করে নেওয়াই ভাল, দোকান থেকে কেনা রোস্টেড বাদামে নুন দেওয়া থাকে।

Salt Intake
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy