মাঝরাতে অনেকের হঠাৎ ঘুম ভেঙে যায়! মনের মধ্যে কেমন যেন অস্বস্তি হতে থাকে। অফিসের শেষ কাজটা ঠিক মতো করেছিলাম তো? মনের মতো কলেজে ভর্তি হতে পারব তো? বাজারের হিসাবটা ঠিক মতো মিলিয়েছিলাম তো? প্রতিনিয়ত এমন হাজারো চিন্তা আমাদের মাথায় ঢেউয়ের মতো উঠছে আর নামছে। অত্যধিক মানসিক চিন্তার দৌলতে আমরা হাসতে ভুলে যাচ্ছি, অল্প কথাতেই উত্তেজিত হয়ে উঠছে মন, শরীরে বাসা বাঁধছে নানা জটিল রোগ, অবসাদে ভুগে ভাবতে হচ্ছে আত্মহননের কথাও। ব্যর্থতার ভয়, লাগামহীন প্রতিযোগিতা, মন অশান্ত করে তোলে। এই অশান্ত মনকে শান্ত করার অন্যতম উপায় ধ্যান। নিয়মিত সকালে ধ্যান অভ্যাস করলে কেবল মন মেজাজ ভাল থাকে তাই নয়, একাগ্রতা বাড়ে, সৃজনশীল চিন্তাভাবনাও আসে।
কোন উপায় ধ্যান করলে মিলবে সুফল?
১) মন্ত্র ধ্যান: সকালবেলা শান্ত পরিবেশে চোখ বন্ধ নিজের পছন্দের মন্ত্র উচচারণ করেও ধ্যান করা যায়। এ ক্ষেত্রে মন্ত্রের মানে বুঝে জোরে জোরে পড়ুন। মাথায় অন্য কোনও রকম চিন্তা আনবেন না। পা ভাঁজ করে পিঠ সোজা করে বসুন। ভারতীয় সভ্যতার পাশাপাশি পাশ্চাত্য সভ্যতায়েও চিন্তা ও উদ্বেগ থেকে মুক্তির জন্য ‘মন্ত্র মেডিটেশন’-এর জুড়ি মেলা ভার।