সুস্থ পরিবেশের অভাবে ছোটদের বড় হওয়ার পথ দুর্গম হয়ে উঠতে পারে। প্রতিকূল পরিবেশ ছোটদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ছোটদের মানসিক স্বাস্থ্য ভাল রাখতে তৈরি হয়েছে একটি ভিডিয়ো গেম। নাম ‘দ্য এস অফ হার্টস’। নেপথ্যে রয়েছেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ফলমাউথের একদল ডেভেলপার।
‘ইউরোপীয় ইউনিয়ন’-এর অধীনে ‘অ্যাটিউন’ প্রজেক্টের অংশ হিসেবে তৈরি হয়েছে এই ভিডিয়ো গেমটি। নির্মাতাদের দাবি, শৈশবে যে কিশোরেরা প্রতিকূল পরিবেশে বড় হয়েছে, যারা অবজ্ঞা এবং কটাক্ষের শিকার হয়েছে, তাদের এই খেলাটি সাহায্য করবে। গেমটির ডেভেলপার গ্রাহাম স্মিথ বলেন, ‘‘খেলার পর মানুষ যেন বাকিদের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য।’’
আরও পড়ুন:
যাঁরা ‘এস অফ হার্ট’ খেলবেন, তাঁদের মূলত চারটি পর্যায়ের মধ্যে দিয়ে এগতে হবে—
১) প্রথম পর্যায়ে সাহস এবং অভিভাবকের দায়িত্ব— এ রকম বিষয়ভাবনা রাখা হয়েছে।
২) দ্বিতীয় পর্যায়ে উপার্জন সংক্রান্ত কঠিন সময়কে রাখা হয়েছে।
৩) তৃতীয় পর্যায়ে কথকের মাধ্যমে ব্যক্তির একাধিক মানসিক অক্ষমতার উপর আলোকপাত করা হয়েছে।
৪) চতুর্থ পর্বে রাখা হয়েছে লিঙ্গ বৈষম্য সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে।
অ্যাটিউন প্রজেক্টের সঙ্গে যুক্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কমলদীপ ভুই বলেন, ‘‘১৪ বছর বয়স থেকে সিংহভাগ মানুষের মানসিক রোগের লক্ষণ দেখা যায়। আর এক তৃতীয়াংশের মানসিক রোগের লক্ষণ স্পষ্ট হয় ২৪ বছর থেকে।’’ ভিডিয়ো গেম থেকে ছোটদের আসক্তি তৈরি হতে পারে। তবে এ ক্ষেত্রে খেলার মাধ্যমেই হালকা চালে ছোটদের বড় সমস্যা মিটতে পারে বলে মনে করছেন তিনি। তবে ‘এস অফ হার্টস’ সাধারণের ব্যবহারের জন্য কবে থেকে পাওয়া যাবে, তা এখনও নির্মাতাদের তরফে জানানো হয়নি।