Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Chest

Chest Pain: ঘুম ভাঙতেই বুকে ব্যথা? শরীর কী জানান দিচ্ছে

অনেকেরই এমন হয়। ঘুম থেকে উঠেই যেন বুকে ব্যথা ভাব। তার পর আবার অনেকটা স্বস্তি। কিন্তু শরীর কিছু বলতে চাইছে কি?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ১৯:১০
Share: Save:

হঠাৎ এক দিন ঘুম ভাঙল বুকে ব্যথা নিয়ে। ব্যথার চেয়েও ভয় বেশি। তার পর আবার কমে গেল। কিন্তু কয়েক দিন পরেই আবার এক রকম ব্যথা শুরু হল। এমন চলতেই থাকল। খানিকটা অভ্যাসে পরিণত হল। ফলে ভয় খানিকটা কমে যায়।

পরিস্থিতি এমন থাকলে অনেক সময়েই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা মনে হয়। কিন্তু যাওয়া হয়ে ওঠে না। এক শতাংশের বেশি মানুষ এমন সমস্যা নিয়ে সাধারণত যান না চিকিৎসকের কাছে।

কিন্তু সকালে ঘুম থেকে উঠে এ ধরনের সমস্যা কি কিছু ইঙ্গিত দেয়?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অনেকেরই মনে হবে বুকে ব্যথা মানেই হার্টের সমস্যা। তাই ভয় পান। আর বুকে ব্যথা নিয়ম হয়ে গেলে ধরে নেন নিশ্চয় তত বেশি কোনও সমস্যা নয়। হয়তো বা হজমের গোলমালে এমন হচ্ছে। কিন্তু এ সবের বাইরেও কিছু সমস্যা থাকতে পারে। সে কথাই উল্লেখ করেছেন এক দল গবেষক। পারিবারিক স্বাস্থ্য সংক্রান্ত একটি গবেষণাপত্রে তাঁরা উল্লেখ করেছেন, অনেক সময়ে স্ট্রেস হরমোনের ক্ষরণ বাড়ে সকালের দিকে। তার থেকেই মাঝেমাঝে ব্যথা হয় বুকে। কিন্তু স্ট্রেস হরমোনের অতিরিক্ত ক্ষরণ নানা ভাবে শরীরের ক্ষতি করতে পারে। ফলে হার্টের কোনও সমস্যা হয়নি ভেবে চিকিৎসকের কাছে না যাওয়ার অভ্যাস একেবারেই গ্রহণযোগ্য নয় বলে মত গবেষকদের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Chest Pain Health Risk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE