গৃহপ্রবেশ একটি অত্যন্ত পবিত্র অনুষ্ঠান। হিন্দুরা নতুন বাড়িতে প্রবেশ করার আগে শুভ দিন দেখে, পুরোহিত ডেকে ইষ্টদেবতার পুজো ও যজ্ঞ করান। এই রীতিই গৃহপ্রবেশ নামে পরিচিত। শাস্ত্রমতে, নতুন বাড়িতে প্রবেশ করার আগে ভগবানের আরাধনা করা অত্যন্ত শুভ। এর ফলে সেই বাড়িতে থাকা সকল অশুভ শক্তির বিনাশ ঘটে। নতুন সেই বাড়িতে থাকতে আসা লোকজনের মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় হয় এবং জীবনে সুখশান্তি বজায় থাকে। অনেকেই গৃহপ্রবেশের অনুষ্ঠানও আড়ম্বরের সঙ্গে পালন করে থাকেন। কাছের লোকেদের নিমন্ত্রণ করে খাওয়ান। সেই ক্ষেত্রে উপহার কী দেওয়া যায় তা নিয়ে আমাদের ভাবতে বসতে হয়। জ্যোতিষশাস্ত্রে এরও সমাধান দেওয়া রয়েছে। কয়েকটি জিনিস গৃহপ্রবেশের উপহার হিসাবে দেওয়া গেলে নতুন বাড়িতে শুভ শক্তির উদয় হয়। জেনে নিন সেগুলি কী কী।
আরও পড়ুন:
গৃহপ্রবেশের শুভ উপহার:
১. পিতল বা তামার জিনিস: বাস্তুমতে যে কোনও শুভ অনুষ্ঠানেই পিতল বা তামার জিনিস উপহার দেওয়া শুভ। এই দুই ধাতুর তৈরি জিনিস বাড়িতে থাকা নেগেটিভ শক্তিকে প্রতিরোধ করে।
২. অন্দরসজ্জায় ব্যবহার করা গাছ: আজকাল বাড়িতে গাছ রাখার চল খুব বেড়েছে। অন্দরসজ্জায় গাছের ভূমিকা অপার। সকলেই তাঁদের নতুন বাড়ি সাজিয়ে-গুছিয়ে রাখতে চান। তাই গৃহপ্রবেশের উপহার হিসাবে অন্দরসজ্জায় ব্যবহার করা গাছ দিতে পারেন। তুলসী, লাকি বাম্বু, পিস লিলি, মানি প্ল্যান্ট, পথোস প্রভৃতি গাছ বাড়ির নেগেটিভ শক্তি শোষণ করে নিয়ে পজ়িটিভ শক্তির বিকাশ ঘটায়। উপহার হিসাবে গাছ দেওয়ার কথা ভেবে দেখতেই পারেন।
আরও পড়ুন:
৩. সুগন্ধি ধূপ ও মোমবাতি: বাস্তুতে সুগন্ধি দ্রব্যের খুব ভাল ভূমিকা রয়েছে। বাস্তুমতে, যেই বাড়িতে ভাল গন্ধের ধূপ জ্বালানো হয় সেই ঘরে পজ়িটিভ শক্তির মান বেশি থাকে। ঘরে সুখ-শান্তি বজায় থাকে। আধুনিক কালে সুগন্ধি ধূপের সঙ্গে সঙ্গে সুগন্ধি মোমবাতির চলও বেড়েছে। সেগুলিও আপনারা উপহার হিসাবে দিতে পারেন।
৪. দেব-দেবীর ফ্রেমে বাঁধানো ছবি বা মূর্তি: কমবেশি সব হিন্দুই নতুন বাড়িতে দেব-দেবীর ছবি বা মূর্তি রাখেন। আপনি সেটি উপহার হিসাবে দিতেই পারেন।
আরও পড়ুন:
৫. স্ফটিকের কচ্ছপ বা পিরামিড: স্ফটিক দ্বারা নির্মিত কচ্ছপ বা পিরামিড বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রমতে, এই জিনিসগুলি বাড়িতে রাখলে সৌভাগ্য বৃদ্ধি পায়। অর্থভাগ্যও খুলে যায়। এগুলিও উপহার হিসাবে দিতে পারেন।