আমরা অনেকেই প্রতি সপ্তাহে সোমবার করে শিব ঠাকুরের ব্রত পালন করি। মহাদেবের আশীর্বাদ পাওয়ার আশাতেই আমরা সেই ব্রত পালন করে থাকি। উপোস রেখে, স্নান করে শিবের মাথায় জল ঢালার পর আহার্য গ্রহণ করে থাকি। মনে রাখতে হবে, শিব ঠাকুরের ব্রত যে দিন পালন করবেন সে দিনটি আমিষ কোনও খাবার না খাওয়াই শ্রেয়। চেষ্টা করুন সে দিনটি নিরামিষ খাবার গ্রহণ করার। এতে মহাদেব তুষ্ট হন। শাস্ত্র মতে, সকল দেবদেবীর মধ্যে শিবই হলেন সবথেকে সহজ-সরল। তাঁকে সহজেই তুষ্ট করা যায়। তাই সপ্তাহের প্রতি সোমবার করে শিবের পুজো করার সঙ্গে সঙ্গে পাঠ করুন পাঁচটি মন্ত্র। মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্তাবে নিশ্চিত। জীবন থেকে কেটে যাবে সকল বাধা-বিপত্তি, শুরু হবে সুখের সময়।
কোন পাঁচটি মন্ত্র জপ করতে হবে দেখে নিন:
১. শিব নমস্কার মন্ত্র:
শম্ভবায় চ ময়োভবায় চ নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ।।
ঈশানঃ সর্ববিধ্যানামীশ্বরঃ সর্বভূতানাং ব্রম্হাধিপতিমহির্বম্ণোধপতির্বম্হা শিবো মে অস্তু সদাশিবোম।।
প্রতি সোমবার শিবের পুজো শুরু করার আগে এই মন্ত্রটি জপ করুন। এই মন্ত্রটি জপ করার ফলে শিব ঠাকুর তুষ্ট হন।
আরও পড়ুন:
২. পঞ্চাক্ষরী মন্ত্র:
ওম নমঃ শিবায়।।
এই মন্ত্রটি আমরা প্রায় সকলেই জানি। কিন্তু আমরা অনেকেই জানি না যে সহজ এই মন্ত্রটি মহাদেবের সবথেকে শক্তিশালী মন্ত্র। ভক্তিভরে এই মন্ত্রটি জপ করলে যে কোনও সঙ্কট থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
৩. শিব নামাবলি মন্ত্র:
।। শ্রী শিবায় নমঃ।।
।। শ্রী শঙ্করায় নমঃ।।
।। শ্রী মহেশ্বরায় নমঃ।।
।। শ্রী সাংবসদাশিবায় নমঃ।।
।। শ্রী রুদ্রায় নমঃ।।
।। ওম পার্বতীপতয়ে নমঃ।।
।। ওম নমো নীলকণ্ঠায় নমঃ।।
শাস্ত্র মতে, সোমবার দিন শিবের পুজো করার সময় এই মন্ত্রটি জপ করতে পারলে সবথেকে ভাল ফল পাওয়া যায়। মনস্কামনা পূরণ হয়। বহু দিন ধরে আটকে থাকা কাজও অনায়াসেই হয়ে যায়।
আরও পড়ুন:
৪. লঘু মহামৃত্যুঞ্জয় মন্ত্র:
ওম হৌং জূং সঃ।।
হিন্দু ধর্মে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বিশেষ মাহাত্ম্য রয়েছে। কিন্তু সেই মন্ত্র জপ করার নানা নিয়ম রয়েছে। সেই সকল নিয়ম মেনে সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হয়। সবার পক্ষে সেই সকল নিয়ম মেনে চলা সম্ভব না-ই হতে পারে। তাঁরা লঘু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। এই মন্ত্রটি পাঠ করলেও নানা ভাল ফল পাওয়া যায়, স্বাস্থ্যের উন্নতি সাধন হয়।
৫. শিব গায়ত্রী মন্ত্র:
ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ।।
মহাদেবের এই মন্ত্রটি জপ করলে নানা রকম দোষের কবল থেকে মুক্তি পাওয়া যায়। পিতৃদোষ, কালসর্পদোষ, রাহু-কেতু ও শনির দশা থেকেও মুক্তি পাওয়া যেতে পারে।