১২ মে, সোমবার পালিত হবে বুদ্ধপূর্ণিমা। এই দিনে গৌতম বুদ্ধ ভগবান বিষ্ণুর অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে এই দিনেই গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিলেন। এই দিনটি তাঁর জন্মতিথি হিসাবে পালন করা হয়। জ্যোতিষমতে বুদ্ধপূর্ণিমার দিন বাড়িতে যদি কোনও মাঙ্গলিক কাজ করা হয় তা হলে খুব শুভ ফল পাওয়া যায়। এই দিন কিছু টোটকা পালনের মাধ্যমে জীবনে নানা দিক থেকে উন্নতি লাভ করা যাবে বলে মনে করা হয়।
আরও পড়ুন:
টোটকা:
১) এই দিন বাড়িতে শ্রীকৃষ্ণের পুজো করতে পারলে খুব ভাল ফল লাভ করা যায়। এ ছাড়া এই দিন বাড়িতে শ্রীবিষ্ণুর পুজোও করা যেতে পারে।
২) বুদ্ধপূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই লক্ষ্মীপুজো করুন। পুজো করার সময় একটা হলুদ কাপড়ে সাতটা কড়ি, সাতটা গোমতীচক্র, সাতটা হলুদের গাঁট এবং কিছুটা সাদা সর্ষে নিয়ে একটা পুঁটলি তৈরি করুন। তার পর সিংহাসনে দেবী লক্ষ্মীর সামনে সেটি রাখুন। পরের দিন সেই পুঁটলিটা সিংহাসন থেকে তুলে টাকা রাখার জায়গায় রেখে দিন। নিত্য দিন সেটিতে ধূপ দেখান, ধনসম্পদ বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:
৩) এই দিন সকালে স্নান সেরে অশ্বত্থ গাছের পুজো করুন। পুজোর সময় সাদা মিষ্টি, সাদা ফুল দিন এবং গঙ্গাজলে কাঁচা দুধ মিশিয়ে গাছটির গোড়ায় ঢালুন।
৪) বুদ্ধপূর্ণিমার দিন সন্ধ্যাবেলা কাঁচা দুধে সামান্য চিনি এবং আতপ চাল মিশিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন।
৫) এই দিন মনেপ্রাণে ভক্তিভরে মহাদেবের পুজো করুন এবং মহাদেবের নাম জপ করে ধ্যান করুন।
আরও পড়ুন:
৬) বুদ্ধপূর্ণিমার দিন বাড়ির তিনটি জায়গায় ঘিয়ের প্রদীপ জ্বালুন। একটা বাড়ির সদর দরজায়, একটা বাড়ির ঈশান কোণে এবং একটা ঠাকুরের সামনে।
৭) এই দিন নিজের সাধ্যমতো কিছু দান করুন।