বেতনবৃদ্ধি হোক না হোক, অনেকেরই প্রায় প্রতি মাসেই ব্যয় আগের মাসের তুলনায় বৃদ্ধি পায়। কোনও মাসেই ব্যয় চেয়েও কমাতে পারেন না অনেকেই। বহু মানুষ আবার এই ক্ষেত্রে বেশ পটু। মাসের প্রথমেই টাকা পেলে সঞ্চয়ের ভাগটা সরিয়ে অন্য জায়গায় রেখে দেন। কিন্তু সাধারণ এই সমস্ত খুচরো সমস্যা বাদ দিলেও কোনও কোনও মাসে খরচ আয়ের থেকেও বেশি হয়ে যায়। সেটা কেন হচ্ছে ভাবতে ভাবতেই দেখা যায় পকেট ফাঁকা হয়ে গিয়েছে। এর পিছনে রয়েছে গ্রহের অবস্থান। তাই জ্যোতিষীর থেকে জেনে নিন মে মাসে আপনার আয়ক্ষেত্র কেমন থাকবে এবং সময় থাকতে সতর্ক হয়ে যান।
আরও পড়ুন:
মে মাসের আয়ক্ষেত্র:
মেষ রাশি: মে মাসে মেষ রাশির আয়ক্ষেত্র অধিপতি এবং আয়ক্ষেত্রের সঙ্গে গ্রহের সম্পর্ক অনুযায়ী মাসের প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগে বেশি ভাল ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।
বৃষ রাশি: আয়ক্ষেত্রে বিভিন্ন জটিলতার আশঙ্কা দেখা যাচ্ছে। মাসের দ্বিতীয়ভাগে প্রথমভাগের তুলনায় শুভ ফল পাবেন। বুঝে খরচা করুন।
মিথুন রাশি: মিথুন রাশির ব্যক্তিদের আয়ক্ষেত্র মাসের প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগে বেশি শুভ থাকবে।
আরও পড়ুন:
কর্কট রাশি: আয়ের ক্ষেত্রে মাসের প্রথমভাগে শুভ ফল প্রাপ্ত হলেও, দ্বিতীয়ভাগে ফলের পরিবর্তন ঘটবে। বুঝেশুনে খরচা করুন।
সিংহ রাশি: মাসের দ্বিতীয়ভাগে বৃহস্পতির আগমনের কারণে আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে।
কন্যা রাশি: মে মাসে কন্যা রাশির ব্যক্তিদের আয়ক্ষেত্রে মঙ্গলের অবস্থান রয়েছে। এর ফলে আয়ের ক্ষেত্রে আশানুরূপ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। ব্যয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন:
তুলা রাশি: মাসের প্রথমভাগ আয়ের ক্ষেত্রে শুভ হলেও, পরবর্তী সময়ে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা কম। মাসের প্রথম থেকেই বুঝেশুনে খরচ করা উচিত।
বৃশ্চিক রাশি: আয়ের ক্ষেত্রে মাসের দ্বিতীয়ভাগে শুভ পরিবর্তন আসবে।
ধনু রাশি: মাসের প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগ আয়ের ক্ষেত্রে বেশি ভাল দেখা যাচ্ছে। প্রথমভাগে বিভিন্ন জটিলতার আশঙ্কা রয়েছে, টাকাপয়সার ব্যাপারে সতর্ক থাকুন।
আরও পড়ুন:
মকর রাশি: আয়ের ক্ষেত্রে মাসের প্রথমভাগে শুভ ফল প্রাপ্ত হলেও, পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে।
কুম্ভ রাশি: মাসের প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগ আয়ের ক্ষেত্রে অধিক শুভ।
মীন রাশি: কর্মক্ষেত্র অধিপতি এবং কর্মক্ষেত্রের সঙ্গে অন্যান্য গ্রহের সম্পর্ক অনুযায়ী মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্ত হলেও, পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে।