জ্যোতির্বিজ্ঞান অনুসারে রাহু এবং কেতুর অন্যান্য গ্রহের মতো শারীরিক কোনও অস্তিত্ব নেই। রাহু-কেতু হল এক একটি গাণিতিক বিন্দু বা নোড মাত্র। রাহু উত্তর এবং কেতু দক্ষিণ গাণিতিক বিন্দু। জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুর গুরুত্ব অপরিসীম। জ্যোতিষ শাস্ত্র মতে ধীরগতি সম্পন্ন গ্রহের ফলদানের ক্ষমতা বেশি। সেই সমস্ত গ্রহের ধীর গতির কারণে তারা এক রাশিতে বেশি সময় অবস্থান করে। এক রাশিতে বেশি দিন বা বেশি সময় ধরে অবস্থান করার কারণে ফল দানও করে বেশি। রাহু-কেতু হল ধীরগতির গ্রহ। রাহু-কেতু এক এক রাশিতে কমবেশি এক বছর ছয় মাস অবস্থান করে। রাহু-কেতু সর্বদা সম-সপ্তমে (রাহুর সপ্তমে কেতু) অবস্থানের কারণে রাশি পরিবর্তনও একই সঙ্গে, একই সময়ে করে। এরা বক্রগতি সম্পন্ন গ্রহ। তাই রাশি পরিবর্তনের ক্ষেত্রেও এরা বিপরীত দিকে যায়।
আরও পড়ুন:
জ্যোতিষশাস্ত্রে রাহুর সঙ্গে পার্থিব বিষয়ের সম্পর্ক রয়েছে। রাহু পার্থিব চাহিদা বৃদ্ধি করে। রাহু প্রলোভন, অতৃপ্তি, ভ্রম ইত্যাদি দান করে। যে ঘরে এই গ্রহ অবস্থান করে, সেই ঘরেরই ফলদানের ক্ষমতা বৃদ্ধি পায়। কেতু আধ্যাত্মিক গ্রহ। পার্থিব চাহিদা কমানো এবং আধ্যাত্মিক চাহিদা বৃদ্ধি করা হল কেতুর কাজ। কেতু যে স্থানে অবস্থান করে, কোনও না কোনও ভাবে সেই স্থানের ফলের হানি করে।
আরও পড়ুন:
রাহু-কেতু গত ৩০ অক্টোবর ২০২৩, ভারতীয় সময় বিকেল ৪টে ৩৮ মিনিটে রাশি পরিবর্তন করে গত দেড় বছর রাহু মীন এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করছে। আগামী ১৮ মে ভারতীয় সময় রাত ৭টা ৩৬ মিনিটে রাহু-কেতু রাশি পরিবর্তন করে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে গমন করবে। আগামী ৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তারা একই ক্ষেত্রে অবস্থান করবে।
আরও পড়ুন:
আগামী ৫ ডিসেম্বর ২০২৬, ভারতীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে রাহু-কেতু পুনরায় রাশি পরিবর্তন করবে। রাহু মকর এবং কেতু কর্কট রাশিতে গমন করবে।