Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আপনার জন্য কোন বিষয়ে শিক্ষালাভ সুবিধাজনক জেনে নিন

শিক্ষার ক্ষেত্রে তৃতীয়-ভাব নির্দেশ করে জাতকের শিক্ষায় আগ্রহ। নবমভাব নির্দেশ করে উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় স্তরে পড়াশোনা। পঞ্চম-ভাব নির্দেশ করে বুদ্ধিমত্তা ও মেধা।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ০০:০০
Share: Save:

শিক্ষার ক্ষেত্রে চতুর্থ-ভাব নির্দেশ করে স্নাতক স্তর পর্যন্ত শিক্ষালাভ। তৃতীয়-ভাব নির্দেশ করে জাতকের শিক্ষায় আগ্রহ। নবমভাব নির্দেশ করে উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় স্তরে পড়াশোনা। পঞ্চম-ভাব নির্দেশ করে বুদ্ধিমত্তা ও মেধা।
• ৪ ও ১১ ভাব যদি যুক্ত হয় তবে কলেজ পর্যন্ত লেখাপড়া হয়। দশম ভাব হল কর্মভাব বা জীবিকা, একাদশ-ভাব হল সাফল্য।
• ৩,৪,৯ ভাব যুক্ত হয়ে বুধের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে অঙ্ক শাস্ত্রে শিক্ষা নির্দেশ করে।
• ৪,৯,১১ ভাব হল বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার নির্দেশক।
• ৩, ৮, ১১ হল শিক্ষায় বাধার নির্দেশ।
• ৪, ৯ ভাবের নির্দেশক হয়ে রবি, বুধ, শুক্র সম্পর্ক যুক্ত হলে পদার্থ বিদ্যায় পড়াশোনা হয়।
• ৫,৮, ৯ ভাবের নির্দেশক হয়ে শুক্র এবং রবি অথবা শুক্র এবং মঙ্গলের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে রসায়ন নিয়ে শিক্ষা নির্দেশ করে।
• ৫, ৮, ৯ অথবা ৫, ৬, ১২ ভাবের নির্দেশক হয়ে রবি এবং শুক্রের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে জীবনবিজ্ঞান নিয়ে শিক্ষা নির্দেশ করে।
• ৪,৯,১০ ভাবের সঙ্গে মঙ্গল, বুধ, শনি সম্পর্ক যুক্ত হলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা হয়।
• ৩, ৪, ৫ ভাবের নির্দেশক হয়ে শুক্রের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে ফ্যাশন ডিজাইনিং বা বিউটিশিয়ান বিষয়ে শিক্ষা নির্দেশ করে।
• ৩, ৯ ভাবের নির্দেশক হয়ে বৃহস্পতি, বুধ, চন্দ্রের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে সাংবাদিকতার বিষয়ে শিক্ষা নির্দেশ করে।
• ৩, ৪, ৯ ভাবের নির্দেশক হয়ে বৃহস্পতি, বুধ, মঙ্গলের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে আইন নিয়ে পড়াশোনা হয়।
• ৩, ৯ ভাবের নির্দেশক হয়ে বৃহস্পতি, বুধ, মঙ্গল গ্রহ পরস্পর কোনও না কোনও ভাবে সম্পর্ক যুক্ত হলে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE