Advertisement
২৯ নভেম্বর ২০২৩

নামের আদ্যাক্ষর অনুযায়ী শুভ রং ও প্রতিকার

এই জাতক-জাতিকারা আরও চেষ্টা করলে সেরা স্বীকৃতির মুকুট সহজে লাভ করে জগতের বুকে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয়। তবুও এরা সাধারণ মানুষের মাঝে নিজেকে গুটিয়ে রাখতে বেশি পছন্দ করে।

পার্থ প্রতিম আচার্য্য
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭ ০০:১১
Share: Save:

নামের আদ্যাক্ষর ‘D’ হলেঃ-
১। এদের জীবনে গেরুয়া ও মেরুন রঙের প্রভাব বেশি লক্ষ্য করা যায়।
২। এরা ভীষণভাবে স্বাধীনচেতা হয়।
৩। এদের মধ্যে অদ্ভুত ধরণের মানসিকতার ছাপ বিদ্যমান।
৪। এরা প্রচন্ড পরিমাণে উদাত্ত, নির্ভীক, স্বতন্ত্র, দৃঢ়চেতা এবং আত্মবিশ্বাসী যার ফলে সাফল্য সহজে এদের কাছে ধরা দেয়।
৫। এই জাতক-জাতিকারা আরও চেষ্টা করলে সেরা স্বীকৃতির মুকুট সহজে লাভ করে জগতের বুকে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয়। তবুও এরা সাধারণ মানুষের মাঝে নিজেকে গুটিয়ে রাখতে বেশি পছন্দ করে।
৬। এরা বিচার বিশ্লেষণ না করেই পা বাড়ায়।
৭। এরা জীবনের প্রথম ভাগেই বুঝতে পারে জীবনে চলার পথ সহজ নয়। লড়াই করে বাঁচতে হবে এটাই এদের মুলমন্ত্র।
৮। এদের মধ্যে একটি অশুভ দিক হল—অনেক সময় সৎ লোকের কথা বিশ্বাস না করে প্রতারক জোচ্চোর চিটিংবাজ মিষ্টি মুখের লোকেদের কথায় ওঠাবসা করে।
৯। এরা আকস্মিক ভাবে কোনও অন্যায় কাজের জন্য সমালোচনার মুখে পরতে পারে। যার জন্য জীবন বেদনাদায়ক হয়ে যায়।
১০। এদের মধ্যে কখনো কখনো দেশত্যাগের বাসনা জাগে। কিন্তু তখন কিছুই করার থাকে না।

প্রতিকারঃ-
জীবনে অশুভ প্রভাব দুর করতে গেরুয়া, মেরুন রং ব্যবহার করতে হবে। একই সাথে হালকা হলুদ কিংবা হলুদ সবুজের মিশ্রণ জনিত রং অনেকটাই শুভফল দায়ক হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE