Advertisement
১৬ এপ্রিল ২০২৪

নামের আদ্যাক্ষর অনুযায়ী শুভ রং ও প্রতিকার

জীবনের অশুভ প্রভাব দুর করতে গাঢ় নীল ও পীতাভ রঙ খুবই উপকারী। লাল এবং বেগুনি রং ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলেও ভাল ফল পাওয়া যেতে পারে।

পার্থ প্রতিম আচার্য্য 
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ০০:০৯
Share: Save:

নামের আদ্যাক্ষর F হলেঃ-
১। ‘এফ’ আদ্যাক্ষর যুক্ত জাতক-জাতিকাদের জীবনে ঘন নীল ও পিত্ত রঙের প্রভাব বেশি লক্ষ্য করা যায়।
২। এরা আধিভৌতিক আধিদৈবিক জিনিসকে গুরুত্ব দেয়। চিন্তাশীল বিষয়ে ডুবে থাকতে পছন্দ করে।
৩। এরা সংসারের মাঝের একজন হয়ে থাকতে পারলে জীবনে আরও বেশি আনন্দ উপভোগ করতে পারে।
৪। সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্যময়তার দিকে স্বভাবজাত বৈশিষ্ট্যের প্রভাব একান্তভাবে দৃষ্ট হয়।
৫। এরা বহির্জগতে যতটা খোলামেলা অন্তর্জগতে প্রবল শক্তিশালী বলে নিজেকে একটা সাম্রাজ্যের অধিকারী বলে ভাবতে দ্বিধা করে না। ক্লান্তিহীন সেবায় নিয়োজিত থাকে।
৬। এরা বিসদৃশ কিছু দেখলে ফেলে রেখে পালিয়ে আসার চেষ্টা করে।
৭। এদের বড় রাজনৈতিক নেতৃত্বের দিকে প্রবল ঝোঁক থাকে।
৮। এদের প্রজ্ঞাবান পরামর্শ সার্বিক কল্যাণে ব্যয়িত হয়ে বহু মানুষের উপকার হয়ে থাকে। কখনও কখনও আবার উল্লেখিত সমস্ত জ্ঞান, বিদ্যা, গুণ, অপবিদ্যার অপগুণে পরিণত হয়। ধ্বংসকামী মানুষের কাজে লাগতে পারে।

প্রতিকারঃ-
জীবনের অশুভ প্রভাব দুর করতে গাঢ় নীল ও পীতাভ রঙ খুবই উপকারী। লাল এবং বেগুনি রং ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলেও ভাল ফল পাওয়া যেতে পারে।


(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology Happy color Name
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE